সরকারি হাসপাতালের মহিলা চিকিত্সককে মারধর, কাঠগড়ায় কাউন্সিলরের অনুগামী

ইংরেজবাজারের সিঙ্গাতলা এলাকা পুরসভার ৪ নম্বর ওয়ার্ড।  ওই এলাকাতেই বাড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের  চিকিত্সক অনিতা দাসের।  

Updated By: Dec 27, 2018, 02:26 PM IST
সরকারি  হাসপাতালের মহিলা চিকিত্সককে মারধর, কাঠগড়ায় কাউন্সিলরের অনুগামী

নিজস্ব প্রতিবেদন:   সরকারি হাসপাতালের চিকিত্সককে মারধরের অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে।  মালদহের  সিঙ্গাতলা এলাকার ঘটনা।  তৃণমূল কাউন্সিলর অশোক সাহার  নির্দেশেই  অনিতা দাস নামে ওই চিকিত্সককে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাঙড়, সাবস্টেশনের কাজ বন্ধ করে দিলেন আন্দোলনকারীরা

     ইংরেজবাজারের সিঙ্গাতলা এলাকা পুরসভার ৪ নম্বর ওয়ার্ড।  ওই এলাকাতেই বাড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের  চিকিত্সক অনিতা দাসের।  অনিতা দাসের বাড়িতেই ভাড়া থাকেন পীযূষ দাস নামে এক ব্যক্তি।   সম্প্রতি চিকিত্সক তাঁর ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বলেন। এরপরই ওই ব্যক্তি এলাকার কাউন্সিলর অশোক সাহার দ্বারস্থ হন ।

আরও পড়ুন: ভিনরাজ্যে কর্মরত বাবার থেকে টাকা নিত ‘নকল’ ছেলে, পর্দা ফাঁসের ভয়েই খুন ছাত্র!

অভিযোগ, এরপরই অশোক সাহার নির্দেশে  স্থানীয় তৃণমূল কর্মীরা চিকিত্সকের বাড়িতে চড়াও হয়। শাসানোর পাশাপাশি তাঁকে মারধর  করা হয় বলেও অভিযোগ। বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলার অশোক সাহা।  তাঁর দাবি, চিকিত্সকের অভিযোগ ভিত্তিহীন।

.