Gorkhaland: গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবিতে সরব আরও এক BJP বিধায়ক
পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
নিজস্ব প্রতিবেদন : ফের গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবি। জন বার্লার পর এবার গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবি তুললেন আরও এক বিজেপি বিধায়ক। এবার গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এই মর্মে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে একটি চিঠিও দিয়েছেন তিনি।
বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার কথায়, পাহাড়ের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। ২০১৯ ও ২০২১ নির্বাচনে দার্জিলিং পাহাড় থেকে ৩ জন সাংসদ নির্বাচিত হয়েছেন, এমনকি ডুয়ার্স থেকেও ভালো ভোট পেয়েছে বিজেপি। তাই পাহাড়ের মানুষের ভাবাবেগের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানান, পাহাড়ের মানুষের সেন্টিমেন্টকে গুরুত্ব দিতে। দেখে নিন, চিঠিতে নাড্ডাকে কী লিখেছেন তিনি?
প্রসঙ্গত, গোর্খাল্যান্ডের দাবিতে দিল্লিতে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন পাহাড়বাসীর একাংশ। আরও পড়ুন, Group-D Recruitment: CBI অনুসন্ধানের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের, দিতে হবে বেতনও