সপ্তম দফার আগে যানবাহন শূন্য শহর, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

সূত্রের খবর, আজ বিকেল চারটের পর থেকে বন্ধ হয়ে যেতে পারে ট্যাক্সি চলাচলও।

Updated By: May 18, 2019, 12:48 PM IST
সপ্তম দফার আগে যানবাহন শূন্য শহর, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিবেদন: বাস স্ট্যান্ডে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন যাত্রীরা, অটো স্ট্যান্ডে দীর্ঘ লাইন। ছবিটা ভোটের ৩৬ ঘণ্টা আগের। রাত পোহালেই সপ্তম দফার ভোট, কলকাতা-সহ মোট ৯ টি লোকসভা কেন্দ্রে চলবে ভোটগ্রহণ পর্ব। তার আগে নির্বাচনের কাজে ব্যবহারের জন্য বিভিন্ন রুট থেকে বিপুল সংখ্যায় সরকারি-বেসরকারি বাস-মিনিবাস এবং বাণিজ্যিক গাড়ি ভাড়া নিয়ে নেওয়া হয়েছে। সবমিলিয়ে কম বেশি ৫০০০ হাজার যানবাহন রয়েছে এই তালিকায়। আর তাতেই চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। এদিন সকালের দিকে রাস্তায় কিছু বাস চলাচল করলেও দুপুরের পর থেকে সেই সংখ্যাটাও অনেকটাই কমে গিয়েছে। 

আরও পড়ুন: ভোটের আগে উত্তপ্ত বসিরহাট, তৃণমূল সিপিএম সংঘর্ষে গুরুতর জঘম ১

শুক্রবার রাত থেকেই হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। এদিন অফিস ফেরতা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলল না বাস। রাস্তায় বাসের সংখ্যাও কম থাকায় চাহিদার কারণে অ্যাপ-ক্যাবের ভাড়ার হারও লাফিয়ে বেড়েছে। ছবিটা আরও খারাপ হয়েছে শনিবার সকাল থেকেই। সূত্রের খবর, আজ বিকেল চারটের পর থেকে বন্ধ হয়ে যেতে পারে ট্যাক্সি চলাচলও। ফলে রাস্তায় বেরিয়ে বাস ট্যাক্সির অভাবে দুর্ভোগে পড়তে হতে পারে নিত্য যাত্রীদের। উল্লেখ্য, সোমবার থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হবে বলেই আশা করা যাচ্ছে। 

.