কালিম্পংয়ের পথে আগুনের গ্রাসে সরকারি বাস, অল্পের জন্য বাঁচলেন কর্মীরা

শুক্রবার শিলিগুড়ি থেকে কালিম্পং যাচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসটি। পথে 6 মাইলের কাছে বাসে আগুন দেখতে পান চালক। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় বাস। খবর যায় দমকলে। দমকল পৌঁছনোর আগেই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বাসটি।

Updated By: Feb 16, 2018, 09:48 PM IST
কালিম্পংয়ের পথে আগুনের গ্রাসে সরকারি বাস, অল্পের জন্য বাঁচলেন কর্মীরা

নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ি থেকে কালিম্পংগামী বাসে হঠাত্ আগুন। চালকের তত্পরতায প্রাণে বাঁচলেন যাত্রীরা। শুক্রবার 6 মাইলের কাছে ঘটে ঘটনাটি। ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ ছিল।

শুক্রবার শিলিগুড়ি থেকে কালিম্পং যাচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসটি। পথে 6 মাইলের কাছে বাসে আগুন দেখতে পান চালক। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় বাস। খবর যায় দমকলে। দমকল পৌঁছনোর আগেই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বাসটি।

আরও পড়ুন - আমার দল এভাবে টাকা খায় না, আমি 6 বছরে টাকা খাইনি, খাবও না

ঘটনার জেরে রাস্তার দুধারেই গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় কালিম্পং থানার পুলিস। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন।
 

.