অনুব্রতর মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে নাতি-নাতনি নিয়ে বাড়ি ফেরার হুমকি, ধৃত ৩
২১ জানুয়ারি গ্রেফতার করা হয় সুকান্ত বর্মনকে। তাঁকে জেরা করে গ্রেফতার করা হয় বাকি দুজনকে।
নিজস্ব প্রতিবেদন: অনুব্রত মণ্ডলের মেয়েকে অপহরণ করে বিয়ে করার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক নাবালক-সহ ৩। ফেসবুক ও ইউটিউবে ভিডিয়ো করেন এক অভিযুক্ত। ওই ভিডিয়োয় অনুব্রতর মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দেওয়া হয়। ফালকাটা, রায়গঞ্জ ও পাঁশকুড়া থেকে ৩জনকে গ্রেফতার করে বোলপুর পুলিস। এদিন ধৃতদের ৯ দিন পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে বোলপুর মহকুমা আদালত।
ইউটিউবে অনুব্রত মণ্ডলের একটি রাজনৈতিক ভাষণের একটা অংশ তুলে তাঁর মেয়েকে অপহরণের হুমকি দেয় ওই নাবালক। শুধু বিয়ের হুমকিই নয়, নাতি-নাতনি নিয়ে বাড়ির ফেরার কথাও বলেছে ওই ইউটিউবার। সেই ভিডিয়োটি ফেসবুকে শেয়ার করেন রায়গঞ্জের বাসিন্দা অরূপ সরকার ও পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ার সুশান্ত আদক। দুটি ভিডিয়োয় ব্যাপক শেয়ার হয় ফেসবুকে। অভিযুক্তদের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন বীরভূম জেলা তৃণমূলের আইটি সেলের সদস্য সুমন দে। তাঁদের বিরুদ্ধে ৩৫৪, ৫০৬, ৫০৭, ১২০বি ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭এ ধারায় মামলা রুজু করে পুলিস।
২১ জানুয়ারি গ্রেফতার করা হয় সুকান্ত বর্মনকে। তাঁকে জেরা করে গ্রেফতার করা হয় বাকি দুজনকে।