খাগড়াগড় মামলায় তিন অভিযুক্তকে চার্জশিট দিল NIA
খাগড়াগড় মামলায় তিন অভিযুক্তকে চার্জশিট দিল NIA। খাগড়াগড় কাণ্ডের তদন্তে অসম থেকে ৬ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিস। তাদের মধ্যে ৫ জনকে NIA-এর হাতে তুলে দেওয়া হয়। সেই পাঁচ জনের মধ্যে সইদুল ইলসাম, মহম্মদ জইদুল ইসলাম ও রুবেল শেখের বিরুদ্ধে NIA আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। খাগড়াগড় জঙ্গি মডিউলের সঙ্গে এই ৩জনের সক্রিয় যোগ পাওয়া গেছে বলে চার্জশিটে উল্লেখ। বাংলাদেশের টাঙ্গাইলের বাসিন্দা জইদুল অসমের বরপেটায় JMB-র জঙ্গি মডিউল দেখত। রাজশাহীর বাসিন্দা রুবেল থাকত মুর্শিদাবাদের ডোমকলে। সেখানেই তার শ্বশুরবাড়ি। ইসলামের আদর্শে যুবক-যুবতীদের মগজ ধোলাই ও জঙ্গি সংগঠনে নিয়োগে ওই তিন জন যুক্ত ছিল খবর NIA সূত্রে।
ওয়েব ডেস্ক: খাগড়াগড় মামলায় তিন অভিযুক্তকে চার্জশিট দিল NIA। খাগড়াগড় কাণ্ডের তদন্তে অসম থেকে ৬ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিস। তাদের মধ্যে ৫ জনকে NIA-এর হাতে তুলে দেওয়া হয়। সেই পাঁচ জনের মধ্যে সইদুল ইলসাম, মহম্মদ জইদুল ইসলাম ও রুবেল শেখের বিরুদ্ধে NIA আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। খাগড়াগড় জঙ্গি মডিউলের সঙ্গে এই ৩জনের সক্রিয় যোগ পাওয়া গেছে বলে চার্জশিটে উল্লেখ। বাংলাদেশের টাঙ্গাইলের বাসিন্দা জইদুল অসমের বরপেটায় JMB-র জঙ্গি মডিউল দেখত। রাজশাহীর বাসিন্দা রুবেল থাকত মুর্শিদাবাদের ডোমকলে। সেখানেই তার শ্বশুরবাড়ি। ইসলামের আদর্শে যুবক-যুবতীদের মগজ ধোলাই ও জঙ্গি সংগঠনে নিয়োগে ওই তিন জন যুক্ত ছিল খবর NIA সূত্রে।