Tarapeeth: কৌশিকী অমাবস্যার ভিড়, দর্শনার্থীদের জন্য কড়া নিয়ম তারাপীঠে
কৌশিকী অমাবস্যায় দর্শনার্থীদের ভিড় হবে তারাপীঠে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই বেশ কয়েকদিন আগে থেকেই তৈরি প্রশাসন। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে মন্দির চত্বর। এমনকী লক্ষ লক্ষ ভক্তদের জন্যেও রয়েছে নিয়মের কড়াকড়ি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৌশিকী অমাবস্যায় দর্শনার্থীদের ভিড় হবে তারাপীঠে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই বেশ কয়েকদিন আগে থেকেই তৈরি প্রশাসন। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে মন্দির চত্বর। এমনকী লক্ষ লক্ষ ভক্তদের জন্যেও রয়েছে নিয়মের কড়াকড়ি।
আরও পড়ুন, মায়াপুরের ইসকনে শুরু হয়ে গিয়েছে বর্ণিল ঝুলন উৎসব! কতদিন চলবে?
তারাপীঠে কৌশিকী অমাবস্যার উৎসবকে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য রামপুরহাট এসডিও অফিসে বীরভূম জেলা পুলিস প্রশাসনের বৈঠক হল। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এই বৈঠক ডাকা হয়। ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে মন্দির কমিটির বৈঠক হয়েছে। মন্দির চত্বরে থাকছে সিসি ক্যামেরা, মোতায়েন থাকবে তিনশোরও বেশি নিরাপত্তা রক্ষী, পুলিস কর্মী।
মাদকের নেশায় আসক্ত বহু মানুষও বিশেষ এই দিনে ভিড় করেন সেখানে। প্রকাশ্যেই নেশার আসর বসানোর অভিযোগ ওঠে। আর এই মাদকাসক্তদের উৎপাতে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় সাধারণ তীর্থযাত্রী ও পর্যটকদের। এবার তাই মাদকাসক্তদের দৌরাত্ম্য ঠেকাতে কড়া পদক্ষেপের পথে পুলিস-প্রশাসন।
তারাপীঠ মন্দির নিয়ে নানা কথিত বিশ্বাস রয়েছে, আছে নানা কাহিনী। অনেকে বলেন এটি সতীপীঠ নয়, তা হল কঙ্কালীতলা। অনেকে বলে থাকেন, এখানে সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল। ঋষি বশিষ্ঠ প্রথম সেটি দেখে সতীকেই তারারূপে পুজো করেন। এছাড়াও এখানে রয়েছে সাধক বামাক্ষ্যাপার সমাধিমন্দির। এই মন্দিরেই পুজো করতেন বামক্ষ্যাপা।