কেন্দ্রীয় সংস্থার ব্যানারে প্রশিক্ষণের নামে বিপুল টাকা প্রতারণা, কাটোয়ায় পুলিসের জালে ৩

শনিবার অফিস খুলেছে খবর পেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা সংস্থার কর্ণধার কামাল সেখের কাছে টাকা ফেরত দেওয়ার দাবি করেন। শুরু হয়ে যায় বচসা

Updated By: Jul 24, 2021, 05:14 PM IST
কেন্দ্রীয় সংস্থার ব্যানারে প্রশিক্ষণের নামে বিপুল টাকা প্রতারণা, কাটোয়ায় পুলিসের জালে ৩

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সংস্থা বলে সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া হচ্ছিল গতবছর মে মাস থেকেই। ভারত সরকারের বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রণালয় অনুমোদিত 'কৌশল বিকাশ কেন্দ্র'-র নামে দেওয়া হচ্ছিল প্রশিক্ষণ। এর জন্য নেওয়া হতো টাকা। এমনও বলা হচ্ছিল, প্রশিক্ষণের শেষে কাজ দেওয়া হবে। কিন্তু কোথায় কাজ! দেওয়া টাকা ফেরত চাইতেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস হল। কাটোয়া শহরের সুবোধ স্মৃতি রোডের শ্রীরাম কমপ্লেক্সের ঘটনা।

আরও পড়ুন-রাজ্যসভা ভোটে তৃণমূলের প্রার্থী, জহর সরকারকে মনোনীত করলেন Mamata  

কৌশল বিকাশ কেন্দ্র নাম দিয়ে কাউকে দেওয়া হতো সেলাই, কাউকে প্যাকেজিং-সহ অন্যান্য প্রশিক্ষণশ। সেলাই মেসিন কেনার জন্য নেওয়া হয়েছিল ৩ হাজার টাকা, প্যাকেজিংয়ের জন্য নেওয়া হয়েছিল হাজার টাকা। পাশাপাশি প্যান কার্ড তৈরির জন্য নেওয়া হতো ১২০ টাকা।

আরও পড়ুন-প্রকাশিত হল ICSE, ISC-র রেজাল্ট, ১০০%-র কাছাকাছি পাশের হার 

শনিবার অফিস খুলেছে খবর পেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা সংস্থার কর্ণধার কামাল সেখের কাছে টাকা ফেরত দেওয়ার দাবি করেন। শুরু হয়ে যায় বচসা। খবর যায় পুলিসে। ঘটনাস্থলে এসে কর্ণধার সহ তিনজনকে আটক করে কাটোয়া থানার পুলিস। আটক কামাল সেখ, মৌসুমী ঘোষ ও শম্পা বিশ্বাসের  শাস্তির দাবিতে প্রতারিত মহিলারা কাটোয়া থানায় বিক্ষোভ দেখায়। পুলিস টাকা উদ্ধার-সহ অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় প্রতারিতরা।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.