খড়গপুর পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন কল্যাণী ঘোষ
কল্যাণী ঘোষ খড়্গপুরে ৭ নম্বর ওয়ার্ডের ৫বারের কাউন্সিলর। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেয়েই কল্যাণী ঘোষকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
চম্পক দত্ত: প্রায় সাড়ে ৩ মাস পর খড়গপুর পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা করল জেলা তৃণমূল। নতুন চেয়ারম্যান হলেন কল্যাণী ঘোষ। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের পার্টি অফিসে কল্যাণী ঘোষকে নতুন চেয়ারম্যান হওয়ার জন্য শুভেচ্ছা জানান দলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। উপস্থিত ছিলেন খড়্গপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তৈমুর আলীও।
খড়গপুর পৌরসভা নিয়ে দীর্ঘদিন ধরেই জট সৃষ্টি হয়েছিল। প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে দলেরই ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২০ জন কাউন্সিলর অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের জেলা নেতৃত্ব বারংবার বিদ্রোহী কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেও কোনও মীমাংসা করতে পারেননি। পরে দলের নির্দেশে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে দেন প্রদীপ সরকার। তারপর থেকেই খড়গপুর পৌরসভার চেয়ারম্যান পদ ফাঁকাই ছিল। অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কাজ চালাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান তৈমুর আলী।
খড়গপুর পৌরসভার চেয়ারম্যান নাম ঘোষণা না করতে পারায় বিরোধীরা বারবার বিঁধেছিল শাসকদলকে। অবশেষে আজ চেয়ারম্যানের নাম ঘোষণা করল তৃণমূল। কল্যাণী ঘোষ খড়্গপুরে ৭ নম্বর ওয়ার্ডের ৫বারের কাউন্সিলর। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেয়েই কল্যাণী ঘোষকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। তিনি একজন স্বচ্ছ ভাব মূর্তির মহিলা। দলের কাজও দক্ষ হাতে সামলান। পৌরসভাতেও একাধিক বার সিআইসি র দায়িত্ব পালন করেছেন। দল তাই তাকেই চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে। নতুন চেয়ারম্যান কল্যাণী ঘোষ জানিয়েছেন দলের সমস্ত কাউন্সিলর দের কে নিয়েই একসাথে কাজ করার চেষ্টা করবেন।
আরও পড়ুন, Idris Ali: বিডিও-র চেয়ার বসেই এবার দলীয় বৈঠকে যোগ দিলেন তৃণমূল বিধায়ক....