চৈত্রের শুরুতেই কালবৈশাখির দাপট রাঢ়বঙ্গে

চৈত্রের শুরুতেই কালবৈশাখিতে বিধ্বস্ত পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার একাংশ। শনিবার বিকেলে দুর্গাপুর ও সংলগ্ন রাঢ়বঙ্গে আছড়ে পড়ে কালবৈশাখি। ঝড়ের প্রভাবে তাপমাত্রা খানিক কমলেও বিদ্যুত্ বিভ্রাটে নাজেহাল স্থানীয়রা।

Updated By: Mar 17, 2018, 07:39 PM IST
চৈত্রের শুরুতেই কালবৈশাখির দাপট রাঢ়বঙ্গে

নিজস্ব প্রতিবেদন: চৈত্রের শুরুতেই কালবৈশাখিতে বিধ্বস্ত পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার একাংশ। শনিবার বিকেলে দুর্গাপুর ও সংলগ্ন রাঢ়বঙ্গে আছড়ে পড়ে কালবৈশাখি। ঝড়ের প্রভাবে তাপমাত্রা খানিক কমলেও বিদ্যুত্ বিভ্রাটে নাজেহাল স্থানীয়রা।
শনিবার সন্ধ্যা নাগাদ পশ্চিম বর্ধমানের বিশাল এলাকা জুড়ে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার। ঝড়ের দাপটে ভেঙে পড়ে বেশ কিছু গাছ। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
ঝড়ের পর বেশ কিছুক্ষণ চলে প্রবল বর্ষণ। ঝড়-বৃষ্টিতে এলাকার তাপমাত্রা এক ধাক্কায় কয়েক ডিগ্রি নেমে যায়। 
 

.