Kajal Meets Anubrata: অবশেষে মুখোমুখি, 'দাদা' অনুব্রতর কথা তুলতেই কাজলের মুখে...
Kajal Meets Anubrata: শনিবার বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত সঙ্গে দেখা করতে যান কাজল শেখ। তাদের মধ্যে কী কথা হল, সংগঠন নিয়ে কোনও আলোচনা হল কিনা তা নিয়েই সবার আগ্রহ ছিল
প্রসেনজিত্ মালাকার: অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের গোষ্ঠীর সংঘাত বীরভূমের রাজনীতিতে অতি পরিচিত বিষয়। প্রায় দেড় বছর জেলে থাকার পর বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। ফলে রাজনৈতিক মহলে একটা জল্পনা ছিল অনুব্রত-কাজল সাক্ষাত নিয়ে। শনিবার বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত সঙ্গে দেখা করতে যান কাজল শেখ। তাদের মধ্যে কী কথা হল, সংগঠন নিয়ে কোনও আলোচনা হল কিনা তা নিয়েই সবার আগ্রহ ছিল। বৈঠক শেষে বেরিয়ে সেই কথাই বললেন কাজল সেখ।
আরও পড়ুন-'জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে দেশের....', ইয়েচুরির স্মরণসভায় সিপিএমকেই নিশানা ফারুকের
প্রায় আধ ঘন্টা বোলপুরের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলেন কাজল শেখ। কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখের মুখেও একসাথে চলার বার্তা। আমরা আগেও দেখেছিলাম, অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একসাথে চলার বার্তা দিয়েছিলেন। এবার সেই একই বার্তাই শোনা গেল কাজল শেখের মুখেও।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন, "দাদার শরীর খারাপ। আগামিকাল হয়তো তিনি কলকাতা যাবেন চিকিৎসার জন্য।" পাশাপাশি তিনি বলেন, "আগামী দিনে অনুব্রত মণ্ডল আমাদের সভাপতি পদে রয়েছেন। আমাদেরকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। খুব শীঘ্রই কোর কমিটির বৈঠক ডাকা হবে, যেখানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল।"
অন্যদিকে, অনুব্রত মণ্ডলের পূজো সম্পর্কিত প্রসঙ্গে তিনি বলেন, "একসময় তিনি যখন ছিলেন না, তার সবথেকে উঁচু কালী পূজার দায়িত্ব আমি নিয়ে করেছিলাম। আগামীতেও আমাকে বলা হলে আমি নিশ্চয়ই পাশে থাকব।" এছাড়াও অনুব্রত মণ্ডলের পরিবারের সাথে সম্পর্ক না রাখার বিষয়ে প্রশ্ন করা হলে, কাজল শেখ বলেন, "এটি তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।"
তবে আজকের সৌজন্যমূলক সাক্ষাতের পর কাজল শেখ জানান, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। আজকের সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যমূলক ছিল। আগামীতে আবারও আমাদের বৈঠক হবে তখন রাজনীতি নিয়ে আলোচনা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)