জয় শ্রী রাম, ওবিসি সংরক্ষণ থেকে দুর্গাপুজো- তোষণঅস্ত্রে Mamata-কে বিঁধলেন Nadda

বাংলার সংস্কৃতি নিয়েও তৃণমূলকে একহাত নিয়েছেন নাড্ডা।

Updated By: Feb 9, 2021, 06:41 PM IST
জয় শ্রী রাম, ওবিসি সংরক্ষণ থেকে দুর্গাপুজো- তোষণঅস্ত্রে Mamata-কে বিঁধলেন Nadda

নিজস্ব প্রতিবেদন: তোষণ-অস্ত্রে লালগড়ে মমতাকে (Mamata Banerjee) নিশানা করলেন জেপি নাড্ডা (JP Nadda)। কখনও দুর্গাপুজোয় বিসর্জন প্রসঙ্গ টেনেছেন, কখনও আবার টেনে এনেছেন 'জয় শ্রী রাম' নিয়ে সাম্প্রতিক বিতর্ক। এর পাশাপাশি অভিষেক ও মমতার ভাষণ তুলে ধরে 'বাংলার সংস্কৃতি' নিয়েও নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।                  

লালগড়ের সভায় জেপি নাড্ডা (JP Nadda) বলেন,'জয় শ্রী রাম ধ্বনি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন। এটা কেমন রাজ্য! মর্যাদা পুরুষোত্তম রামের নাম নিলে আপনি ক্ষুব্ধ হচ্ছেন কেন? আর তোষণ রাজনীতির জন্য আপনারা ওবিসি ভাইদের সংরক্ষণের সুবিধা কেড়েছেন। আর বেশিদিন নেই। প্রায়শ্চিত্ত করুন।' মহরম উপলক্ষে দুর্গাপুজোর বিসর্জনে নিষেধাজ্ঞার ঘটনার কথাও উল্লেখ করেছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায়,'তোষণের কারণে বন্ধ হয়েছে সরস্বতী ও দুর্গাপুজো। মহরমের অনুমতি দেওয়া উচিত। কিন্তু, পুজোয় বাধা দিয়ে নয়। রাম মন্দিরের শিলান্যাসের দিন কারফিউ ঘোষণা করলেন। অথচ ৫ দিন আগে মহরমের অনুমতি দেওয়া হয়েছিল।'

বাংলার সংস্কৃতি নিয়েও তৃণমূলকে একহাত নিয়েছেন নাড্ডা (JP Nadda)। বলেন,'আমার নামের আগে অলঙ্কার জুড়ছেন পিসি। আর ভাইপো, শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে অপশব্দ বলছেন। এভাবেই কি বাংলার সংস্কৃতি রক্ষা করছে তৃণমূল? বিজেপি ক্ষমতায় এলেই ফিরবে অরবিন্দ, বিবেকাননন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাপ্রসাদের মতো মহাপুরুষদের সংস্কৃতি।'     

আরও পড়ুন- 'যা ছিল বাম, তাই হয়েছে শ্যাম', Modi-র পথেই হাঁটলেন Mamata    

.