Maoists: দূর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি, মাওবাদীদের ডাকা বনধে প্রভাব ঝাড়গ্রামে

দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি দিয়ে শুক্রবার বাংলা বনধের ডাক দিয়ে মাওবাদী নামাঙ্কিত বেশ কিছু পোস্টার ঝাড়গ্রাম জেলায়।

Updated By: Apr 8, 2022, 10:07 AM IST
Maoists: দূর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি, মাওবাদীদের ডাকা বনধে প্রভাব ঝাড়গ্রামে
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: মাওবাদীদের ডাকা বাংলা বন্ধের প্রভাব পড়ল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, শিলদা, দহিজুড়ি, জাম্বনী,লালগড় এলাকায়। রাজ্য সরকারের দুর্নীতি, স্পেশাল হোমগার্ড পদে দুস্কৃতীদের নিয়োগের প্রতিবাদে এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি দিয়ে শুক্রবার বাংলা বনধের ডাক দিয়ে মাওবাদী নামাঙ্কিত বেশ কিছু পোস্টার ঝাড়গ্রাম জেলায়।

ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া থেকে পোস্টার উদ্ধার করে পুলিস। তার উপর গত কাল বেলপাহাড়ি থেকে ল্যান্ডমাইন উদ্ধারে এলাকায় আতঙ্ক ছড়ায়। যার ফলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকায় বনধের ভালো প্রভাব পড়েছে। বন্ধের প্রভাব পড়েছে ঝাড়গ্রাম শহরেও।

সরকারি বাস হাতে গোনা দুই একটি চললেও রাস্তায় একটিও বেসরকারি বাস নামেনি। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাট একেবারে শুনশান। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার রাস্তায় মানুষজনকে সেভাবে দেখা যায়নি। যার ফলে মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। যানবাহন চলাচল না করায় সমস্যায় পড়েছেন বেশকিছু নিত্যযাত্রীরা। কাজের জায়গায় যেতে অসুবিধের সম্মুখীন বহু মানুষ। 

প্রসঙ্গত, পোস্টার পাওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার সীমানা এলাকায় বৃহস্পতিবার সিআরপিএফ জওয়ানরা তল্লাশি চালায়। তখনই ল্যান্ড মাইন দেখতে পায় জওয়ানরা। বিষয়টি জানাজানি হলে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ঘিরে রাখা হয়। 

গত ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি এলাকায় মাওবাদী পোস্টার পাওয়া গিয়েছিল। প্রায় ১২ বছর পর জঙ্গলমহলে মাওবাদী গতিবিধি প্রকাশ্যে আসায় চিন্তার ভাঁজ পড়েছে পুলিসের কপালে। 

আরও পড়ুন, West Medinipur: ট্রেনেই প্রসব, অক্সিজেনের অভাবে ধুঁকছে শিশুর প্রাণ, তৎপর রেল আধিকারিকরা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

 

.