বৃষ্টিবিঘ্নিত ঝাড়গ্রাম জেরবার হাতির উপদ্রবে

পুলিস ও বন দফতর সাধারণ মানুষের উদ্দেশ্যে টানা মাইকিং করছে।

Updated By: Jun 17, 2021, 03:33 PM IST
বৃষ্টিবিঘ্নিত ঝাড়গ্রাম জেরবার হাতির উপদ্রবে

নিজস্ব প্রতিবেদন: জঙ্গল ছেড়ে সাতসকালেই গ্রামে হাজির দলছুট দাঁতাল। গোপীবল্লভপুর ১ ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের আলমপুর, পিড়াশিমূল, টোপগেড়িয়া গ্রামের ঘটনা। কলাইকুন্ডা এলাকাতেও ফের ঢুকল হাতির পাল।

আজ  বৃহস্পতিবার সকাল সকাল দলছুট এক দঁতাল গোপীবল্লভপুর (Gopiballavpur) ২ নম্বর ব্লকের মালঞ্চা গ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী (Subarnarekha) পার হয়ে  গোপীবল্লভপুর ১ ব্লকের আলমপুর গ্রামে ঢোকে। পরপর পিড়াশিমূল, টোপগেড়িয়া গ্রামের রাস্তা ধরে চলতে থাকে। এদিকে, হঠাৎ দিনের বেলায় হাতি এলাকায় ঢুকে পড়ায় আতঙ্কিত এলাকাবাসী। তবে আতঙ্ক কাটিয়ে অতি উৎসাহী কিছু মানুষ হাতির পিছুও নেন। 

আরও পড়ুন: ফুসছে গন্ধেশ্বরী-দ্বারকেশ্বর, জলের তলায় একাধিক সেতু, আতঙ্কের প্রহর গুনছে বাঁকুড়াবাসী

পুলিস (Police) ও বন দফতর (Forest Dept) সাধারণ মানুষের উদ্দেশ্যে টানা মাইকিং করছে হাতির চলার পথে না থাকার জন্য। 
হাতিটি শান্ত প্রকৃতির হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি করেনি বলেই জানা গেছে। 

অপর দিকে, কলাইকুন্ডা এলাকায় ফের প্রায় ৩০টি হাতির একটি দল নতুন করে প্রবেশ করল আজ।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: প্রায় শুঁড়ের নাগালে! বুনো হাতির কবল থেকে কোনোক্রমে বাঁচলেন মহিলা

.