Jalpaiguri: জল-রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক মুখ্যমন্ত্রীর সভাস্থলের পাশে, বিপাকে শাসক দল

স্থানীয়রা মনে করছে একই ভাবে জলপাইগুড়িতেও আজ উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবেন তিনি। অথচ মুখ্যমন্ত্রীর সভামঞ্চের পাশের এলাকাই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছায়নি বলে অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয় মানুষের। 

Updated By: Apr 5, 2024, 01:43 PM IST
Jalpaiguri: জল-রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক মুখ্যমন্ত্রীর সভাস্থলের পাশে, বিপাকে শাসক দল
নিজস্ব চিত্র

প্রদ্যুৎ দাস: আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন জলপাইগুড়ির ABPC ময়দানে। সেই ময়দানের পাশের ওয়ার্ডেই জল ও রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক। যাকে কেন্দ্র করে চাপানউতোর দেখা গিয়েছে জলপাইগুড়িতে। এই ঘটনায় পুরসভাকে তীব্র কটাক্ষ করেন জলপাইগুড়ি বিজেপি নেতা শ্যাম প্রসাদ।

কল আছে জল নেই, রাস্তা বেহাল; তাই আগে জল ও রাস্তা তারপর ভোট।  ভোটের প্রাক্কালে পানীয় জল এবং বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখাল জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি বেশ কিছু ভোটার।

আরও পড়ুন: Seikh Shahjahan: 'গুলি করে মেরে ফেলা উচিত', শাহজাহানকে উদ্দেশ করে চোর, চোর স্লোগান!

পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবীতে বিক্ষোভ দেখান তাঁরা। বারংবার কাউনসিলরকে বলে কোনও কাজ হয়নি বলেই অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জলপাইগুড়ির মালবাজারে জনসভা করে রাজ্যের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন।

স্থানীয়রা মনে করছে একই ভাবে জলপাইগুড়িতেও আজ উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবেন তিনি। অথচ মুখ্যমন্ত্রীর সভামঞ্চের পাশের এলাকাই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছায়নি বলে অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয় মানুষের।  

স্থানীয়দের দাবি সকালে জলের জন্য লাইনে দাঁড়ালে বিকেলেও বালতি ভর্তি হয় না। খুব ধীরে সুতোর মতো জল পড়ে। আর এই সমস্যা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। একই সঙ্গে রাস্তাও বেহাল।

আরও পড়ুন: Bhangar: ভোটের মুখে উত্তেজনা ভাঙড়ে, উদ্ধার ২ মৃতদেহ

তাঁদের দাবি প্রত্যেক বার ভোটের সময় নেতা নেত্রীরা হাত জোর করে ভোট চায় কিন্তু ভোটের পর খোঁজ নেয় না।

জল ও রাস্তার সমস্যার কথা স্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর পৌষালী দাস। তবে তার বক্তব্য, 'এই বিষয়ে বারংবার পুরসভায় জানানো হয়েছে। তবুও বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।'

একই দাবি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পালেরও। টেলিফোনে তিনি জানান, ‘জলের রিজার্ভারের কাজ চলছে, বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজও হচ্ছে। ভোটের পর যা সমস্যা আছে সমাধান করা হবে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.