Jalpaiguri: জল্পেশ মন্দিরের পাশের বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বেশ কিছু দোকান
এ ছাড়াও জল্পেশ ব্যবসায়ী সমিতির একটি অফিস ঘর পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিস ও ময়নাগুড়ি দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতি হয়েছে কয়েক লক্ষাধিক টাকার। এমনটাই এলাকার বাসিন্দাদের দাবি।
![Jalpaiguri: জল্পেশ মন্দিরের পাশের বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বেশ কিছু দোকান Jalpaiguri: জল্পেশ মন্দিরের পাশের বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বেশ কিছু দোকান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/02/19/460878-maynaguri.png)
প্রদ্যুৎ দাস: ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন জল্পেশ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুরে যায় বেশ কয়েকটি দোকান।
রবিবার গভীর রাত, আনুমানিক সাড়ে বারোটা নাগাদ, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ছয়টি দোকান পুড়ে যায়। দমকল সূত্রে এই খবর জানা যায়।
এই দোকান গুলির মধ্যে ছিল সাইকেলের দোকান, সারের গোডাউন, কসমেটিক্স, এবং একটি সাইকেল ফিটারের দোকান। পাশাপাশি এখানে একটি ঘরে থাকত একটি পরিবার। সেই পরিবারের সর্বস্ব পুড়ে যায়। সঙ্গে চারটির গবাদি পশু পুড়ে যায়।
আরও পড়ুন: Purulia: শহরের মাঝেই পুকুর ভরাটের অভিযোগ, তরজা শাসক-বিরোধীর
এ ছাড়াও জল্পেশ ব্যবসায়ী সমিতির একটি অফিস ঘর পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিস ও ময়নাগুড়ি দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতি হয়েছে কয়েক লক্ষাধিক টাকার। এমনটাই এলাকার বাসিন্দাদের দাবি।
কীভাবে আগুন লাগলো দমকলের ওসি কৃষ্ণ গোপাল ঘোষ এ ব্যাপারে কিছু বলতে পারেননি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং ময়নাগুড়ি থানার পুলিস।
আরও পড়ুন: Bengal News LIVE Update: মদ্যপ যুবকদের তাণ্ডব, রণক্ষেত্র বৌবাজার
অন্যদিকে এই ঘটনায়, অসহায় একটি পরিবার মায়া কানু ও তার মেয়েকে নিয়ে থাকতো ধানখোলার একটি ঘরে তার সর্বস্ব পুড়ে যায়। রামমোহন ফ্যানস ক্লাবের সদস্যরা মায়া কানুর হাতে কম্বল তুলে দেন। এবং তারা জানান এই পরিবারটির পাশে তারা আছেন এবং কীভাবে তাঁকে সহায়তা করা যায় তা তারা দেখবেন।
জল্পেশের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের বিভিন্ন দোকানের মালিকেরা ছুটে আসেন বিভিন্ন এলাকা থেকে আগে থেকেই তাদের দোকানের মালপত্র অন্যত্র সরিয়ে নেয়। আগুন ছড়িয়ে পড়তে পারে বলে এই আশঙ্কায় পাশাপাশি সব দোকানের মাল অন্যত্র সরিয়ে দেয় দোকানিরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)