Jalpaiguri: হাতির তাণ্ডবে আতঙ্ক জলপাইগুড়িতে, শহরে জারি ১৪৪ ধারা
রবিবার ভোর রাতে হাতির উপদ্রবে জলপাইগুড়ি শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ফের হাতির তাণ্ডবে তটস্থ জলপাইগুড়ি। রবিবার ভোর রাতে হাতির উপদ্রবে জলপাইগুড়ি শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রাতের অন্ধকারে দু-দুটো হাতি ঢুকে পড়ে শহরে। অনুমান বৈকন্ঠপুরের জঙ্গল ছেড়ে তিস্তার পার ধরে দুটি হাতি জলপাইগুড়ি শহরে হানা দেয়। চলে আসে কোভিড হাসপাতাল সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে যান জলপাইগুড়ি বনদফতরের কর্মী ও আধিকারিকেরা।
প্রসঙ্গত, এদিন ভোরে জলপাইগুড়ি টিবি হাসপাতাল পাড়া সঞ্জয়নগর কলোনী এলাকার স্থানীয় এক বাসিন্দা রনি রাজবংশী জানান, দুটো হাতি দেখতে পান তিনি। নেতাজি পাড়া এলাকা থেকে নদী পার হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিক দিয়ে ফের হাসপাতের পিছনে নদীর দিকে নেমে চলে যেতে দেখা যায় তাদের।
আরও পড়ুন, Dilip Ghosh: 'হনুমানজির মতোই করোনার বৈশল্যকরণী এনেছেন মোদীজি'
ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলেও প্রত্যক্ষদর্শী রনি রাজবংশী জানিয়েছেন। তবে হাতি দুটির খোঁজে তল্লাশি চালিয়েছে বনদফতর। হাতি দুটি জলপাইগুড়ি মাসকলাইবাড়ি সংলগ্ন এ সি কলেজ বয়েস হোস্টেলের পেছনে থাকা করলা নদী সংলগ্ন এলাকার একটি ঝোপে আশ্রয় নিয়েছে জানার পরই ঘটনাস্থলে বনদফতরের কর্মীদের পাশাপাশি পদস্থ আধিকারিক ও এলিফ্যান্ট স্কোয়াড পৌঁছে যায়।
নদীর ধারে জঙ্গলে ঝোপের ভিতর হাতি কুয়াশার মধ্যে আটকে থাকায় উদ্ধারকাজে বনদফতরের কর্মীদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়। জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি আনন্দচন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের এই ঘোষণা বলে জানা গিয়েছে।