সপ্তমীর দুপুরে বান্ধবীকে নিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে মৃত্যু যুবকের
পুলিস জানিয়েছে, মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল না। চিকিত্সকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের ফলে মৃত্যু হয়েছে যুবকের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি আটক করেছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: মাথায় ছিল না হেলমেট। পুজোর মধ্যে প্রেমিকাকে নিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল যুবকের। নিহতের নাম পার্থ বিশ্বাস (২৬)। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ ডুয়ার্সের ওদলাবাড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের ঘটনা।
স্থানীয়রা জানিয়েছেন, ওদলাবাড়ি মুক্তি পেট্রোল পাম্পের দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন পার্থ। পিছনের আসনে ছিলেন তাঁর বান্ধবী রিয়া রায়। কারও মাথায় ছিল না হেলমেট। ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর হঠাত্ই নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মেরে ছিটকে পড়েন পার্থ ও রিয়া। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে মৃত্যু হয় পার্থর। গুরুতর আহত অবস্থায় রিয়াকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে জঙ্গি, পুজোর মধ্যেই ৩ জেলায় জারি হল হাই অ্যালার্ট
কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় মাল থানার পুলিস। পুলিস জানিয়েছে, মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল না। চিকিত্সকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের ফলে মৃত্যু হয়েছে যুবকের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি আটক করেছে পুলিস।