মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়ায় ৩ জনকে আটক করল পুলিস

বিজেপি বেঙ্গল টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো টুইট করা হয়েছে।

Updated By: May 5, 2019, 12:11 AM IST
মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়ায় ৩ জনকে আটক করল পুলিস

নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিস। এদিন খড়্গপুর চন্দ্রকোনায় যাচ্ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই রাস্তায় 'জয় শ্রী রাম' স্লোগান দেন কয়েক জন যুবক। সীতারাম মিদ্দা, সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দোলই নামে তিন যুবককে আটক করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। 
     

বিজেপি বেঙ্গল টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো টুইট করা হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। তখন 'জয় শ্রী রাম' স্লোগান দিচ্ছিলেন কয়েকজন। গাড়ি থেকে তত্ক্ষণাত্ নেমে পড়েন তৃণমূল নেত্রী। বোঝা যায়, 'জয় শ্রী রাম' স্লোগান যাঁরা দিচ্ছিলেন, তাঁরা পালিয়ে গিয়েছেন।

তৃণমূলের দাবি, ভিডিয়োটি বিকৃত করা হয়েছে। একমাত্র এই কাজটাই ওরা ভাল করতে পারে। টুইটারে তৃণমূল লিখেছে, বিজেপি মরিয়া হয়ে উঠেছে। ওরা একটি ভিডিয়ো বিকৃত করে মিথ্যা প্রচার করছে। কারণ ওরা একমাত্র এই কাজটাই ভালো করতে পারে। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপিও এটা ভালো করেই জানে। ২৩ মে-র পর ওদের লুকোনোর জায়গা থাকবে না। 

বিজেপির বক্তব্য, 'জয় শ্রী রাম' স্লোগান শুনে কেন বিরক্ত হলেন দিদি?  

আরও পড়ুন- কবে? মনে পড়ছে না, রাহুলের সার্জিক্যাল-দাবি খণ্ডন দুই প্রাক্তন প্রধানের

.