রাজ্যপালের পা ধরে কাঁদলেন আক্রান্তরা; মোদী কোম্পানিতে কাজ করেন, কটাক্ষ Kalyan-র
চোখের জল শুকিয়ে যাচ্ছে, আক্রান্তদের সঙ্গে দেখা করে বললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।
নিজস্ব প্রতিবেদন: কোচবিহারের হিংসা কবলিত এলাকায় গেলেন রাজ্যপাল। তাঁকে সামনে পেয়ে পা ধরে কান্নায় ভেঙে পড়লেন আক্রান্তরা। চোখের জল শুকিয়ে যাচ্ছে বলে প্রশাসন ও পুলিসকে নিশানা করেছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মোদী কোম্পানিতে কাজ করেন রাজ্যপাল, কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
এ দিন কোচবিহারের একাধিক এলাকায় ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল। কথা বলেন আক্রান্তদের সঙ্গে। ঘর-বাড়ির ভিতরে ঢুকে ক্ষয়ক্ষতি বোঝার চেষ্টাও করেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মাথাভাঙ্গা বিধানসভার পচাগড় অঞ্চলের ছাট খাটের বাড়ি এলাকায় রাজ্যপালকে কাছে পেয়ে পা জড়িয়ে কাঁদেন আক্রান্তরা। একটাই আবেদন, 'একটু শান্তি চাই।'
পরিস্থিতি খতিয়ে দেখার পর জগদীপ খনখড় (Jagdeep Dhankhar) টুইটারে লিখেছেন,''কোচবিহারের হিংসা কবলিত একাধিক এলাকায় বিপর্যস্ত ছবি দেখলাম। তাঁদের কথা শুনে আমার চোখের জল শুকিয়ে গিয়েছে। কল্পনাই করতে পারিনি ভোট পরবর্তী হিংসার ছবিটা এমন হতে পারে। ভোটদানের জন্য জীবন দিতে হচ্ছে।'' পুলিস ও শাসক দলকে মানুষ ভয় পাচ্ছেন বলেও দাবি করেছেন রাজ্যপাল। টুইট করেছেন এক আক্রান্তের আর্তনাদের ভিডিয়োও।
People are in mortal fear of police @WBPolice and ruling dispensation workers.
A dozen ruling party workers could stop my convoy, with no fear of law and police. Such state of affairs @MamataOfficial !
I had to intervene finding they were determined to involve with my security.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 13, 2021
All day witnessed such tales of sorrow, grief and horror as victim after victim narrated horrendous post poll retributive violence incidents @MamataOfficial. Helpless victims in crossfire of police @WBPolice and ruling party workers. Will endeavor to deliberate with CM. pic.twitter.com/mwZqVgPdgy
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 13, 2021
বিজেপি সাংসদ নীশিথ প্রামাণিকের সঙ্গে রাজ্যপালের কোচবিহার সফরের প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,''মোদী কোম্পানিতে রাজ্যপাল চাকরি করেন। সে জন্য বিজেপি সাংসদকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। আর অশান্তির বাতাবরণ তৈরি করছেন।''
আরও পড়ুন- হচ্ছেটা কী? জানি, কাউকে গ্রেফতার করবেন না, 'গো ব্যাক' শুনে আইসি-কে ধমক Dhankhar-র