পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশ মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে কুয়াশা হতে পারে দু এক জায়গায়

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Dec 16, 2019, 09:50 AM IST
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশ মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

নিজস্ব প্রতিবেদন: আটকে রয়েছে শীত। এর মধ্যেই দক্ষিণ বঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি করল পশ্চিমী ঝঞ্ঝা। এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

আরও পড়ুন-পরিস্থিতি স্বাভাবিক করুন, মুখ্যসচিব ডিজিকে বাড়িতে ডেকে বললেন মুখ্যমন্ত্রী

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  সোমবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও দক্ষিণ বঙ্গের দু-এক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের সিকিম সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে কুয়াশা হতে পারে দু এক জায়গায়। বেলা বাড়লে আকাশ পরিষ্কার। জাঁকিয়ে শীত পড়ার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।  সপ্তাহের মাঝামাঝি দ্রুত নামবে তাপমাত্রা।

আরও পড়ুন-নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজারহাট-চিংড়িঘাটায় অবরোধ, এনআরসি-সিএএর কপি পুড়িয়ে বিক্ষোভ পড়ুয়াদের

সোমবার সকালে কলকাতায় সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ২৬.৮ স্বাভাবিক। বাতাসে আদ্রতার পরিমাণ ৬৩-৯৫  শতাংশ।

.