ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকূটি, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

আবহাওয়ার পরিবর্তন হবে মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Mar 10, 2020, 09:43 AM IST
ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকূটি, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

নিজস্ব প্রতিবেদন: রোদ ঝলমলে পরিবেশে কাটল দোল। আজ হোলিতেও আকাশ পরিষ্কার। কিন্তু বদলে যেতে পারে আবহাওয়া। কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকূটি। শীতের দাপট কমিয়ে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য়ে।

আরও পড়ুন-দলের নাম 'Plurals', নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা তরুণীর

আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম হিমালয়ে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। আবহাওয়ার পরিবর্তন হবে মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।

আরও পড়ুন-রাহুলের সঙ্গে কথা ইয়েচুরির, বাংলা থেকে রাজ্যসভার জোট প্রার্থী বিকাশ  

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়নি।

 

.