'বনধের প্রশ্নই নেই', হুঙ্কার মমতার, 'বনধ হবেই', পাল্টা চ্যালেঞ্জ মুকুলের
ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার পর ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির।
নিজস্ব প্রতিবেদন: পূর্বপরিকল্পিত কর্মসূচি নবান্ন অভিযান বাতিল করে ২৬ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধের কোনও প্রশ্নই নেই বলে মিলান থেকে জি ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।
মুরলীধর স্ট্রিটে সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, ''হিটলারের মতো আচরণ করছেন মমতা। উনি তো একটা সময়ে ৩৬ ঘণ্টা বনধ ডেকেছিলেন। বনধ হবেই''।
বিজেপি বাংলা বনধ ঘোষণার খবর পেয়ে মিলান থেকে মমতা বলেন, ''কেউ কেউ বনধ ডেকে বসে আছে। উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উস্কানি দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে। স্কুলে গণধোলাইয়ের রাজনীতি করেছে বিজেপি। এটা বাংলা, বিহার, উত্তরপ্রদেশ নয়''। মমতা আরও বলেন, ''কোনও বনধ বাংলায় হবে না। ঘটনার তদন্ত করতে হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ৩৬৫ দিন বনধ হবে না''। রাজ্যে বিজেপি-আরএসএস আগুন নিয়ে খেলছে বলে অভিযোগ করেছেন মমতা।
নিজস্ব প্রতিবেদন: পূর্বপরিকল্পিত কর্মসূচি নবান্ন অভিযান বাতিল করে ২৬ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধের কোনও প্রশ্নই নেই বলে মিলান থেকে জি ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।
মুরলীধর স্ট্রিটে সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, ''হিটলারের মতো আচরণ করছেন মমতা। উনি তো একটা সময়ে ৩৬ ঘণ্টা বনধ ডেকেছিলেন। বনধ হবেই''।
মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে মুকুল রায়ের জবাব, ''বনধ হবেই। উনি ঠিক করে দেবেন রাজনৈতিক আন্দোলনের গতিপ্রকৃতি কোন দিকে চলবে। কারণ ওনার সঙ্গে পুলিসপ্রশাসন আছে। আগুন নিয়ে বিজেপি-আরএসএস খেলছে না। ৩৪ বছরের ইতিহাস ভুলে গিয়েছেন মমতা। তার চেয়েও মারাত্মক খেলা খেলছেন মুখ্যমন্ত্রী''।
মমতা এদিন আরও অভিযোগ করেন, ''বিহারের, ঝাড়খণ্ড থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি-আরএসএস। বাইরে থেকে আরএসএস নেতারা এসে বাংলায় পড়ে আছেন। উগ্রপন্থীদের থেকে ভয়াবহ বক্তব্য রাখছেন বিজেপি নেতারা।উগ্রপন্থীদের থেকে ভয়াবহ বক্তব্য রাখছেন। বাংলার সংস্কৃতি এরা জানে না। প্রথমে খুন করে। তারপর খুনের রাজনীতি করে। আমাদের সহকর্মীদের বলব, প্রত্যেকে এলাকায় শান্তিপূর্ণ মিছিল করুন। হত্যার জবাব দিতে বিজেপিকে''।
আরও পড়ুন- Exclusive: ইসলামপুরে দুই ছাত্রকে খুন করেছে বিজেপি-আরএসএস: মমতা