করোনার গেরোয় উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাও কি ঐচ্ছিক?
দশম ও দ্বাদশের বাকি থাকা পরীক্ষা বাধ্যতামূলক নয়। পরীক্ষা আদৌ দেবে কি না সিদ্ধান্ত পড়ুয়াদের। পরীক্ষা না দিলে প্রি-বোর্ড পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর গণ্য হবে।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতে বাকি থাকা পরীক্ষা ঐচ্ছিক ঘোষণা করেছে আইসিএসই। সেই পথে হেঁটে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাও কি অপশনাল হতে চলেছে? নাকি পরীক্ষা নেওয়ার পথেই হাঁটবে শিক্ষা দফতর?
দশম ও দ্বাদশের বাকি থাকা পরীক্ষা বাধ্যতামূলক নয়। পরীক্ষা আদৌ দেবে কি না সিদ্ধান্ত পড়ুয়াদের। পরীক্ষা না দিলে প্রি-বোর্ড পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর গণ্য হবে। আইসিএসই-র এই ঘোষণায় বেড়েছে জল্পনা। করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা জুলাইয়ে নেওয়া সম্ভব হবে? এ কথা স্পষ্ট
আরও পড়ুন: কলকাতা মেডিকেলে করোনা রোগীর মৃত্যুর পর বেড থেকে উধাও মৃতের দামি মোবাইল!
বম্বে হাইকোর্টে দায়ের হওয়া যে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আইসিএসই-র পরীক্ষা ঐচ্ছিক রাখার ঘোষণা, আপাতত তার পরবর্তী শুনানির দিকে নজর রাখছে শিক্ষা দফতর। অন্যদিকে মাধ্যমিকের ফল করবে প্রকাশ হবে তাও এখনও ঠিক হয়নি। সরকার প্রস্তুতি নিয়েছে। স্কুল কলেজ বন্ধ থাকায় এখন ফল প্রকাশ করেও লাভ নেই। মঙ্গলবার এমনটাই বললেন শিক্ষামন্ত্রী।