উঠে এল বালুরঘাট জেলা হাসপাতালের অমানবিক ছবি
মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন। তারপরও ফের উঠে এল অমানবিক হাসপাতালের ছবি। চিকেন পক্স আক্রান্ত প্রৌঢ়াকে ফেরাল হাসপাতাল। বালুরঘাট জেলা হাসপাতালের ঘটনা। গতকাল রাতে পক্স, প্রবল জ্বর ও পেটে অসহ্য যন্ত্রণায় কাতর কবিতা সরকারকে হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু পরিবারের সদস্যদের অভিযোগ, আইসোলেশন ওয়ার্ডের দরজা বন্ধ থাকায় হাসপাতালে ঢুকতেই পারেননি তাঁরা।
![উঠে এল বালুরঘাট জেলা হাসপাতালের অমানবিক ছবি উঠে এল বালুরঘাট জেলা হাসপাতালের অমানবিক ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/01/84660-balurghathospital1-5-17.jpg)
ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন। তারপরও ফের উঠে এল অমানবিক হাসপাতালের ছবি। চিকেন পক্স আক্রান্ত প্রৌঢ়াকে ফেরাল হাসপাতাল। বালুরঘাট জেলা হাসপাতালের ঘটনা। গতকাল রাতে পক্স, প্রবল জ্বর ও পেটে অসহ্য যন্ত্রণায় কাতর কবিতা সরকারকে হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু পরিবারের সদস্যদের অভিযোগ, আইসোলেশন ওয়ার্ডের দরজা বন্ধ থাকায় হাসপাতালে ঢুকতেই পারেননি তাঁরা।
আরও পড়ুন পুলিস পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি শ্রীরামপুরে
শেষমেষ বাধ্য হয়ে হাসপাতালে চিকিত্সাদ না করিয়ে ওষুধের দোকান থেকেই রোগীকে ইঞ্জেকশন দিয়ে বাড়ি ফিরতে হয়। কর্তব্যরত চিকিত্সসকদের এই বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ রোগীর পরিবারের সদস্যদের।
আরও পড়ুন রেলপথ ঐতিহ্য নাকি যন্ত্রণা? এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে আলিপুরদুয়ারে