বেসরকারি বাসচালকদের মোবাইল ফোনে নিষেধাজ্ঞা উত্তর দিনাজপুর আইএনটিটিইউসি-র
যদি কোনও চালক এই নিয়ম লঙ্ঘন করে বাস চালাতে চালাতে মোবাইল ফোন ব্যাবহার করেন, তাহলে তাকে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হবে । সিদ্ধান্তের কথা জেলার সমস্ত বেসরকারি বাস চালক সংগঠনের কাছে এই নির্দেশ মেনে চলার জন্য আজ থেকেই প্রচারও শুরু করেছে তৃনমূল শ্রমিক সংগঠন।
নিজস্ব প্রতিবেদন: বাস চালানোর সময় বেসরকারি বাসের চালকদের মোবাইল ফোন কাছে রাখার উপর নিষেধাজ্ঞা জারি করল উত্তর দিনাজপুর আইএনটিটিইউসি। মুর্শিদাবাদের মর্মান্তিক বাস দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই এমন কড়া পদক্ষেপ নেওয়া হল বলে মনে করা হচ্ছে।
ট্রাফিক আইন থাকলেও কার্যত সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি চালাতে চালাতে কানে মোবাইল ফোন নিয়ে কথা বলার ছবি দেখা যায় অহরহ। এবার সেই ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে কড়া দাওয়াই উত্তর দিনাজপুর তৃনমূল শ্রমিক সংগঠনের।
আজ সকাল থেকে রায়গঞ্জের বাস টার্মিনাসগুলোতে নোটিস ঝুলিয়ে বাসচালকদের কাছে সংগঠনের এই বার্তা পৌঁছে দিয়েছেন নেতা- কর্মীরা। উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিইউসি সভাপতি অরিন্দম সরকার বলেন, "গতকাল মুর্শিদাবাদের ভয়াবহ ও মর্মান্তিক বাস দুর্ঘটনার কারণ হিসাবে আমরা জানতে পেরেছি, চালক বাস চালানোর সময় এক হাতে মোবাইল ফোন ধরে কথা বলছিলেন। আর অন্য হাত দিয়ে বাসটি চালাচ্ছিলেন। চালকের ভুলে বহু মানুষের প্রাণ চলে গিয়েছে। এই ঘটনার পরই আমরা সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, উত্তর দিনাজপুর জেলায় কোনও বাসচালকই বাসচালানোর সময় মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। বাসের কন্ডাকটরের কাছে তাঁর মোবাইল জমা রেখে দেবেন। অতি প্রয়োজনীয় ফোন কল এলে, কোনও বাসস্টপে দাঁড়িয়ে ফোনে কথা বলে নেবেন। যদি কোনও চালক এই নিয়ম লঙ্ঘন করে বাস চালাতে চালাতে মোবাইল ফোন ব্যাবহার করেন, তাহলে তাকে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হবে "। সিদ্ধান্তের কথা জেলার সমস্ত বেসরকারি বাস চালক সংগঠনের কাছে এই নির্দেশ মেনে চলার জন্য আজ থেকেই প্রচারও শুরু করেছে তৃনমূল শ্রমিক সংগঠন।
আরও পড়ুন- দৌলতাবাদে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২, নিখোঁজদের সন্ধানে দুর্ঘটনাস্থলে অধীর অপেক্ষায় আত্মীয়রা
শ্রমিক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, সর্বতোভাবে তাদের সহযোগীতার আশ্বাস দিয়েছে উত্তর দিনাজপুর জেলার বাস মালিক সংগঠন " উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাসচালকেরাও। এদিন তাঁরাও স্বীকার করেন যে, সঙ্গে মোবাইল ফোন থাকলে মনসংযোগের ব্যাঘাত ঘটে এবং দুর্ঘটনা ঘটার সম্ভবনাও থাকে।