রেকর্ড ভেঙে রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ২,২৭৮ জন; মৃত আরও ৩৬

যদিও শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। জানিয়েছেন "রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে কিন্তু আতঙ্কিত হবেন না। 

Reported By: সুতপা সেন | Edited By: Priyanka Dutta | Updated By: Jul 19, 2020, 11:44 PM IST
রেকর্ড ভেঙে রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ২,২৭৮ জন; মৃত আরও ৩৬
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ফের বাড়ল একরাশ উদ্বেগ।  রাজ্যে একদিনে রাজ্যে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। কলকাতাতেই মারণ ভাইরাসে মৃত ১৫ জন। ৯ জনের মৃত্যু উত্তর চব্বিশ পরগনায়। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারালেন ১,১১২ জন মানুষ। হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২,২৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২, ৪৭৮। 

আরও পড়ুন: আতঙ্কিত হবেন না; রাজ্যের করোনা পরিস্থিতি আয়ত্বের বাইরে যায়নি, আশ্বাস মুখ্য সচিবের

সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১,৩৪৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন মোট ২৪,৮৮৩। রাজ্যে সুস্থতার হার ৫৮.৫৬ শতাংশ। ১৯ জুলাই অনুযায়ী রাজ্য়ে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬,৪৯২ জন। এখনও পর্যন্ত করোনার মোট ৬,৮৯,৮১৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১৩,৪৪৭টি নতুন নমুনা পরীক্ষা হয়েছে। 

যদিও শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। জানিয়েছেন "রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে কিন্তু আতঙ্কিত হবেন না। কোভিডের থেকেও বেশি গতিতে আমরা স্বাস্থ্য ব্যবস্থা বাড়াচ্ছি।" উল্লেখ্য পরিস্থিতির অবনতির কারণে ইতিমধ্যেই কড়া লকডাউন ঘোষণা হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। বাড়ানো হয়েছে মেয়াদও। 

আরও পড়ুন: চাপের মুখে নরম CESC, ২৫ লক্ষ গ্রাহকের বাড়তি মাসুল স্থগিত সংস্থার

দেশেও ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। দেশে মোট আক্রান্ত ১০ লক্ষ ৫০ হাজার ৮০২ জন।  তবে ৬ লক্ষ ৫৩ হাজার ৭৫১ জন এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের ৭০ শতাংশের বেশির কোমরবিড পরিস্থিতি ছিল। অর্থাত্‍ আগে থেকেই অসুস্থ ছিলেন। সেই হিসেবে দেশে মৃত্যুহার যেমন অন্যান্য দেশের তুলনায় কম, তেমনি সুস্থতার হারও অপেক্ষাকৃত বেশি। দেশে সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪২ জন ।

.