জমি কার! কালনায় কালীপুজো করা নিয়ে ধুন্ধুমার ২ পুজো কমিটির
স্থানীয় সূত্রে খবর, বচসা চরমে পৌঁছলে এক পক্ষ আরেক পক্ষকে ঢিল ছুঁড়তে থাকে। ঘটনায় ইতিমধ্যেই আহত হয়েছেন প্রায় ১০ জন।
নিজস্ব প্রতিবেদন: বিতর্কিত জমির ওপর কালীপুজো করবে কোন দল। সেই নিয়েই ধুন্ধুমার। তা থেকেই সংঘর্ষ এবং ব্যাপক ভাঙচুড়ে উত্তপ্ত কালনা। শনিবার ঘটনাটি ঘটেছে কালনার নাদন ঘাট থানার অন্তর্গত পাচরোখী গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বচসা চরমে পৌঁছলে এক পক্ষ আরেক পক্ষকে ঢিল ছুঁড়তে থাকে। ঘটনায় ইতিমধ্যেই আহত হয়েছেন প্রায় ১০ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাট থানার পুলিস। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা গোপাল হালদারের দাবি, নিজের ওই জমির ওপরেই বেশ কয়েক বছর ধরে কালীপুজো করে আসছেন তিনি। তবে বেশ কয়েক মাস আগে ওই জায়গা দখল করতে আসে পাচরোখী যুবক সংঘ নামে একটি ক্লাব। কোর্ট অবধি গড়ায় সেই ঘটনা।
আরও পড়ুন: কালীপুজোর দিনই মুখ্যমন্ত্রীর বাড়ি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়
শনিবার হঠাৎই দুই পক্ষই কালীপুজো করবে বলে ওই জায়গায় উপস্থিত হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। দু পক্ষই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।