বাঁকুড়ায় বালিপাচার রুখতে অভিযানের নেতৃত্বে খোদ মহকুমাশাসক, ধরা পড়ল পাচারকারী

বালিপাচার রুখতে আরও সক্রিয় হল বাঁকুড়া জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে অভিযানের নেতৃত্ব দিলেন স্বয়ং বাঁকুড়া সদরের মহকুমাশাসক। সেই অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ল বালিপাচারকারী। সেইসঙ্গে দামোদরের চর থেকে আটক হয়েছে একাধিক যন্ত্রপাতি ও ওভারলোডেড লরি।

Updated By: Nov 29, 2017, 09:07 PM IST
বাঁকুড়ায় বালিপাচার রুখতে অভিযানের নেতৃত্বে খোদ মহকুমাশাসক, ধরা পড়ল পাচারকারী

নিজস্ব প্রতিবেদন : বালিপাচার রুখতে আরও সক্রিয় হল বাঁকুড়া জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে অভিযানের নেতৃত্ব দিলেন স্বয়ং বাঁকুড়া সদরের মহকুমাশাসক। সেই অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ল বালিপাচারকারী। সেইসঙ্গে দামোদরের চর থেকে আটক হয়েছে একাধিক যন্ত্রপাতি ও ওভারলোডেড লরি।

দামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাবতী ও গন্ধেশ্বরীর বুক থেকে লাগাতার বালি চুরি হয়ে যাচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ। খাদানগুলি থেকে বালি তোলার সরকারি অনুমতি থাকলেও দিনের পর দিন বেআইনিভাবে বালি পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এরফলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে। একই সঙ্গে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। এরপরই মঙ্গলবার রাতে অভিযানের সিদ্ধান্ত নেন মহকুমা শাসক। মহাকুমা শাসক জানিয়েছেন বালিপাচার রুখতে আগামিদিনে আরও অভিযান চলবে।

আরও পড়ুন, সিমেন্ট বোঝাই ট্রাকে লুকানো বিপুল পরিমাণ গাঁজা, হলদিবাড়িতে আটক করল পুলিস

.