রণক্ষেত্র গোচারণ
পারিবারিক বিবাদে রণক্ষেত্রের চেহারা নিল জয়নগর। দোকানে আগুন ধরানো হল, চলল দেদার বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা দমকল ও পুলিসকে লক্ষ্য করেও বোমা ছোড়া হল। গোচারণ বাস মোড়ের ঘটনা। স্থানীয় বাসিন্দা কার্তিক সর্দারের দোকান ও দুটি গুদামে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতী। তারপর যাতে কেউ আগুন নেভাতে না পারে, তার জন্য লাগাতার বোমাবাজি চলে। ঘটনাস্থলে পৌছেও দীর্ঘক্ষণ কাজ শুরু করতে পারেনি দমকল। পুলিসও এগোতে সাহস পায়নি। তারপর অতিরিক্ত বাহিনী এলে দুষ্কৃতীরা পালায়। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, শম্ভু সর্দার ও মহাদেব সর্দার নামে তাঁর দুই আত্মীয়ই এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনায় আটক আট।
ওয়েব ডেস্ক: পারিবারিক বিবাদে রণক্ষেত্রের চেহারা নিল জয়নগর। দোকানে আগুন ধরানো হল, চলল দেদার বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা দমকল ও পুলিসকে লক্ষ্য করেও বোমা ছোড়া হল। গোচারণ বাস মোড়ের ঘটনা। স্থানীয় বাসিন্দা কার্তিক সর্দারের দোকান ও দুটি গুদামে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতী। তারপর যাতে কেউ আগুন নেভাতে না পারে, তার জন্য লাগাতার বোমাবাজি চলে। ঘটনাস্থলে পৌছেও দীর্ঘক্ষণ কাজ শুরু করতে পারেনি দমকল। পুলিসও এগোতে সাহস পায়নি। তারপর অতিরিক্ত বাহিনী এলে দুষ্কৃতীরা পালায়। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, শম্ভু সর্দার ও মহাদেব সর্দার নামে তাঁর দুই আত্মীয়ই এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনায় আটক আট।