রবিবার ভরদুপুরে ঝমাঝম বৃষ্টি, জল থইথই কলকাতার নীচু এলাকাগুলি

ঘূর্ণাবর্তের জেরে প্রবল বর্ষণে জল থই থই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবার দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা ও লাগোয়া এলাকায়। কয়েক ঘণ্টার বৃষ্টিতে জল জমে যায় কলকাতার নীচু এলাকাগুলিতে।

Updated By: Aug 5, 2018, 04:02 PM IST
রবিবার ভরদুপুরে ঝমাঝম বৃষ্টি, জল থইথই কলকাতার নীচু এলাকাগুলি

নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণাবর্তের জেরে প্রবল বর্ষণে জল থই থই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবার দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা ও লাগোয়া এলাকায়। কয়েক ঘণ্টার বৃষ্টিতে জল জমে যায় কলকাতার নীচু এলাকাগুলিতে।

রবিবার বেলা ১টার কিছু পরে বৃষ্টি নামে কলকাতায়। প্রবল বর্ষণ চলে বেশ কিছুক্ষণ। বৃষ্টির জেরে ঠনঠনিয়া-সহ উত্তর কলকাতার নীচু এলাকাগুলিতে জল জমে যায়। জল জমে কলেজ স্ট্রিটেও। ভিআইপি রোডে কয়েকটি জায়গা থেকে জল জমার খবর এসেছে। তবে রবিবার যানবাহনের চাপ না থাকায় পথে তেমন সমস্যা হয়নি। ছুটির দিন ভরদুপুরে জমা জলে ছেলেদের খেলতে দেখা যায় অনেক জায়গায়। 

রঙের রাজনীতি, অব্যাহত মাসাঞ্জোর জট

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে এদিনের বৃষ্টিপাত। সোমবারও একই কারণে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

 

.