কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত কামারহাটির TMC প্রার্থী Madan Mitra
১৭ এপ্রিল পঞ্চম দফার ভোটের দিন অসুস্থ হয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চম দফার ভোটের দিন অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। অক্সিজেন দেওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন। এ দিন সকালে স্বাস্থ্যের অবনতি হওয়ায় ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। এবার মদন মিত্রের শরীরে ধরা পড়ল কোভিড নিউমোনিয়া (Covid Pneumonia)।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সকালে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। এইটআরসিটি-তে (High-resolution computed tomography) কোভিড নিউমোনিয়া ধরা পড়েছে তাঁর। ৮ লিটার অক্সিজেন স্যাচুরেশন রয়েছে। তবে অক্সিজেনদায়ী ব্যবস্থা ছাড়া স্যাচুরেশন ৮০-তে নেমে আসেছ। মদন মিত্রকে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে।
১৭ এপ্রিল পঞ্চম দফার ভোটপর্বে সকাল থেকে এলাকায় চষে বেড়িয়েছিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। সন্ধেয় পার্টি অফিসে শুরু হয় তাঁর প্রবল শ্বাসকষ্ট। মদনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেওয়া হয় অক্সিজেন। তার পর থেকে চিকিৎসকদের পরামর্শ বিশ্রামে ছিলেন। এ দিন সকালে ফের শুরু হয় তাঁর শ্বাসকষ্টের সমস্যা। আনা হয় এসএসকেএম হাসপাতালের উডবার্ন বিভাগে।
আরও পড়ুন- 'টেলিপ্রম্পটার তামাশা', Modi-র ভাষণ শেষ হতেই টুইট Derek O'Brien-র