Lata Mangeshkar: অশৌচ পালন থেকে ঘাটকাজ, 'মা' লতার শেষকৃত্য করলেন হাওড়ার 'ছেলে'

হবিষ্যান্ন ভোজন করেছেন অমর বিলুই। শুক্রবার শ্রাদ্ধানুষ্ঠান। শনিবার নিয়মভঙ্গ। 

Updated By: Feb 10, 2022, 07:46 PM IST
Lata Mangeshkar: অশৌচ পালন থেকে ঘাটকাজ, 'মা' লতার শেষকৃত্য করলেন হাওড়ার 'ছেলে'
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : ছোট থেকেই গান ভীষণ প্রিয়। গান শুনতে ভীষণ ভালোবাসতেন। গানের প্রতি অগাধ ভালোবাসা, টান থেকেই 'মায়ের আসনে' বসিয়েছিলেন মেলোডি কুইন লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar)। সুরসম্রাজ্ঞীর মৃত্যুর পর মাথা মুন্ডন করে তাঁর শেষকৃত্যও (Last Right) করলেন হাওড়ার (Howrah) জগতবল্লভপুরের মাজুরের বাসিন্দা অমর বিলুই (Amar Bilui)। 

হিন্দুশাস্ত্র মতে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) পারলৌকিক ক্রিয়া সারলেন অমর বিলুই। জগৎবল্লভপুরের মাজু গ্রামে একটি ছোট্ট টেলারিং শপের মালিক বছর পঞ্চান্নর অমর বিলুই (Amar Bilui)। ছোটবেলা থেকেই তাঁর গান শুনতে ভালো লাগে। বড় হয়ে দর্জির দোকান করার পর, সারাদিন দোকানে লতা মঙ্গেশকরের গান বাজাতে শুরু করেন তিনি। মাজুর বাসিন্দা অশোক সিংহ বলেন, অমরবাবু দোকানে যেখানে বসে কাজ করেন, সেখানে নিজের মাথার ঠিক উপরেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের একটি ছবিও লাগিয়েছিলেন তিনি। সবসময়ই তাঁরা দোকানে শুনতেন লতা মঙ্গেশকরের গান। 

মায়ের সমান ভক্তি, শ্রদ্ধা করতেন লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar)। সেই শ্রদ্ধা থেকেই সুরসম্রাজ্ঞীর মৃত্যুর পর ৭ দিনের অশৌচ পালন করছেন অমর বিলুই (Amar Bilui)। আজ ঘাটকাজও করেন তিনি। এরপর শুক্রবার বিধিমত শ্রাদ্ধানুষ্ঠানও (Last Right) করবেন। এমনকি তারপর দিন, শনিবার করবেন নিয়মভঙ্গের অনুষ্ঠানও। অমর বিলুই জানিয়েছেন, সেদিন অতিথি আপ্যায়নের ব্যবস্থাও করেছেন তিনি। নিজের বাড়িতেই প্যান্ডেল করেছেন। অতিথিদেরও আমন্ত্রণ জানানো হয়ে গিয়েছে।

পারিবারিকভাবে জানা গিয়েছে, কয়েক বছর আগেই মাতৃ বিয়োগ হয় অমরবাবুর। তিনি জানান, জন্মদাত্রী মায়ের বেলায় যেমনভাবে পারলৌকিক কাজকর্ম করেছিলেন, এবার 'মানস মা'-এর বেলাতেও সেই একইভাবেই হবিষ্যান্ন ভোজন করেছেন  তিনি। অন্যদিকে, এ কদিন বাড়িতে সকাল থেকেই নাগাড়ে মাইকে বেজে চলেছে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গান।

আরও পড়ুন, Asansol Dowry Murder: দাউদাউ করে জ্বলছে 'ঘরের লক্ষ্মী', গৃহবধূকে 'নৃশংস হত্যা'র ভিডিও ভাইরাল

Kakdwip: রাতে মেয়ের বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিল মা! রেললাইনে মিলল যুবতীর রক্তাক্ত দেহ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.