তৈরি হতো 7 mm পিস্তল, Howrah-য় বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল পুলিস

ভোটের মুখে পুলিসের বড় সাফল্য। বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল হাওড়া পুলিস। এনিয়ে এবার হাওড়ার অন্যান্য সন্দেহজনক জায়গাতেও শুরু হয়েছে তল্লাশি।

Updated By: Mar 15, 2021, 11:11 PM IST
তৈরি হতো 7 mm পিস্তল, Howrah-য় বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল পুলিস

নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে পুলিসের বড় সাফল্য। বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল হাওড়া পুলিস। এনিয়ে এবার হাওড়ার অন্যান্য সন্দেহজনক জায়গাতেও শুরু হয়েছে তল্লাশি।

আরও পড়ুন-হোটেল থেকে বের হতেই দেখা করার মরিয়া চেষ্টা দলত্যাগী শ্যামার,ঘুরেও তাকালেন না Mamata

গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার(Howrah) ব্যাঁটরা থানার কাঁটা পুকুর লেনের একটি লেদে অভিযান চালান হাওড়া সিটি পুলিসের গেয়েন্দারা। সেখানে তৈরি হতো ৭ এমএম(7 mm) পিস্তল। হাতেনাতে ৩ জনকে ধরে ফেলে পুলিস। উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির প্রচুর যন্ত্রাংশ।

আরও পড়ুন-নন্দীগ্রামে প্রার্থীপদ বাতিলের দাবি, Mamata-র বিরুদ্ধে এবার কমিশনে BJP  

পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম গোপাল আদক, সুপ্রকাশ সামন্ত ও সাতকড়ি কুন্ডু। এরা হাওড়ার উদয়নারায়ণপুরের সোনামুখী এলাকার বাসিন্দা। লেদের মালিক শঙ্কর হাজরা পুলিসকে জানিয়েছেন, বছর পাঁচেক আগে ধৃতদের তিনি ২টি লেদ মেশিন ভাড়া দিয়েছিলেন। এক একটি মেশিনের ভাড়া বাবদ ৩১০০ টাকা পেতেন।  তবে ওই মেসিনে যে বন্দুকের যন্ত্রাংশ তৈরি করা হতো তা তিনি বুঝতে পরেননি। 

ওই তিন জনকে হেফাজতে নিয়েছে পুলিস। ভোটের মুখে ওইসব অস্ত্র কোথায় পাঠানো হতো তা খতিয়ে দেখছে পুলিস।

.