West Burdwan: রোজ অশান্তি, হাঁসুয়া দিয়ে গলা কাটল স্ত্রী...

Paschim Bardhaman: পারিবারিক সমস্যার কারণে স্ত্রীর হাতে প্রাণ দিতে হলো এক ব্যক্তিকে । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা রাজবাঁধের ক্যানেরপাড় এলাকায়। 

Updated By: Dec 7, 2024, 05:45 PM IST
West Burdwan: রোজ অশান্তি, হাঁসুয়া দিয়ে গলা কাটল স্ত্রী...

চিত্তরঞ্জন দাস: এবার  পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা রাজবাঁধের ক্যানেরপাড় এলাকায় এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার হয়। ব্যক্তির নাম চুনা কোড়া (৫০)। তড়িঘড়ি এলাকাবাসীরা তাদের নিকটবর্তী পুলিস স্টেশনে খবর দেয়।

আরও পড়ুন:  হাত-য়ে পাদড়ি বাঁধা! সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার তরুণীর দেহ...

ওপরদিকে খুনের অভিযোগও স্বীকার করে নেন চুনা কোড়ার স্ত্রী আম্বু কোড়া। এরপরই কাঁকসা থানার পুলিস আসলে অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দেন  এলাকাবাসীরা। কাঁকসা থানার পুলিসের কাছেও খুনের অভিযোগ স্বীকার করে নেন স্ত্রী আম্বু কোড়া।

আরও পড়ুন:  সরকারি হাসপাতালে গলব্লাডার অপারেশন! আল্ট্রাসনোগ্রাফিতে ধরা পড়ল ১৭ টি পাথর...

কাঁকসা থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপশি ঘটনার তদন্ত শুরু করে কাঁকসা থানার পুলিস।  কাঁকসা থানার এ সি পি সুমন জয়সওয়াল আম্বু কোড়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারেন, বাড়িতে স্বামি-স্ত্রী একাই থাকত। মাঝে মধ্যেই স্বামী-স্ত্রী'র মধ্যে অশান্তি লেগেই থাকত। গতকাল রাতে চুনা কোড়া ঘুমিয়ে থাকা অবস্থায় হাঁসুয়া দিয়ে গলা কেটে দেয় বলে জানান স্ত্রী আম্বু কোড়া।

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.