বাড়িতে রইল ৪ বছরের শিশু, কোভিড যুদ্ধে হার মানলেন হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা
সকাল ৮ টা ৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেবদত্তা।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/02/09/174783-picture3.jpg?itok=wXc_eHpv)
![বাড়িতে রইল ৪ বছরের শিশু, কোভিড যুদ্ধে হার মানলেন হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা বাড়িতে রইল ৪ বছরের শিশু, কোভিড যুদ্ধে হার মানলেন হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/13/261430-debdutta-roy.jpeg)
নিজস্ব প্রতিবেদন: বাড়িতে রইল ৪ বছরের শিশু। কোভিড যোদ্ধা মায়ের আর বাড়ি ফেরা হলো না। কোভিড যুদ্ধে এই শহিদের নাম দেবদত্তা রায়। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট এই দেবদত্তার কাঁধে ছিল ডানকুনি স্টেশনে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের দেখভালের দায়িত্ব।
সোমবার সকালে হুগলির শ্রমজীবী হাসপাতালে প্রয়াত হলেন তিনি। সপ্তাহখানেক ধরে অসুস্থ ছিলেন এই সরকারি আমলা।
আরও পড়ুন:বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুর তদন্তভার CID-র হাতে, আগামিকাল উত্তরবঙ্গ বনধ ডাকল গেরুয়া শিবির
কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর নিজের লিচুবাগানের বাড়িতে আইসোলেশনে ছিলেন দেবদত্তা। সেখান থেকে কলকাতায় হাসপাতালে ভর্তি করার চেষ্টা চালিয়ে ছিল তাঁর পরিবার। কিন্তু ভর্তি হতে না পারেননি তিনি। এরপর রবিবার অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় হুগলির শ্রমজীবী হাসপাতালে। সেখানে ভর্তি হওয়ার সময় তাঁর রোগপ্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গিয়েছিল। অবশেষে শত পরিযায়ী শ্রমিককে ভাল রেখে নিজেই চলে গেলেন। সকাল ৮ টা ৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেবদত্তা।
ডব্লিউবিসিএস অফিসার দেবদত্তা প্রথমে পুরুলিয়ায় ব্লক উন্নয়ন আধিকারিক হিসেবে নিযুক্ত ছিলেন। পরে হুগলিতে কর্মসূত্রে আসেন তিনি। তাঁর মৃত্যতে স্তম্ভিত গোটা হুগলি-সহ পশ্চিমবঙ্গ।