হুগলির গোঘাটে বিজেপি যুব নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, শুরু রাজনৈতিক তরজা

সৌভিকের বাড়ি গোঘাটের নারায়ণপুর গ্রামে। তিনি এই এলাকার ৪৬ নং জেলা পরিষদ এলাকার বিজেপির যুব মোর্চার সভাপতি ছিলেন।

Updated By: Aug 23, 2020, 02:06 PM IST
হুগলির গোঘাটে বিজেপি যুব নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, শুরু রাজনৈতিক তরজা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: এক বিজেপি যুব নেতার ঝুলন্ত দেহ উদ্ধার করল গোঘাট থানার পুলিস। মৃতের নাম সৌভিক মুখোপাধ্যায় (২৬) । রবিবার সকালে তাঁর বাড়ি থেকেই দেহ উদ্ধার করে পুলিস।

সৌভিকের বাড়ি গোঘাটের নারায়ণপুর গ্রামে। তিনি এই এলাকার ৪৬ নং জেলা পরিষদ এলাকার বিজেপির যুব মোর্চার সভাপতি ছিলেন। বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূলের নেতারা তাঁকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন৷

আরও পড়ুন: আরও একটি নিম্নচাপ, কবে পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি চলবে জানিয়ে দিল আবহাওয়া দফতর
এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, ব্যক্তিগত কোনও কারণেই আত্মহত্যা করেছেন সৌভিক। উদ্দেশ্যপ্রণোদীতভাবে রাজনীতির রং চড়ানো হচ্ছে এই ঘটনায়। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পুলিস গোটা বিষয়টি খতিয়ে দেখবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

.