দার্জিলিংয়ে সব বোর্ডিং স্কুলের ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হল

দার্জিলিংয়ে সব বোর্ডিং স্কুলের ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। সেন্ট জোসেফস স্কুল, মাউন্ট হারমন স্কুল এবং সেন্ট পলস স্কুল সহ সব বোর্ডিং স্কুলই ছুটির মেয়াদ বাড়িয়েছে। ৪জুলাই স্কুল খোলার কথা ছিল। কিন্তু, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অন্তত ৬ জুলাই পর্যন্ত সেই মেয়াদ বাড়ানো হয়েছে। ওই দিনই পাহাড়ে সর্বদল বৈঠক হওয়ার কথা। বৈঠকে কী হয় তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর তা জানিয়ে দেওয়া হবে অভিভাবকদের।

Updated By: Jul 3, 2017, 03:22 PM IST
দার্জিলিংয়ে সব বোর্ডিং স্কুলের ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হল

ওয়েব ডেস্ক: দার্জিলিংয়ে সব বোর্ডিং স্কুলের ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। সেন্ট জোসেফস স্কুল, মাউন্ট হারমন স্কুল এবং সেন্ট পলস স্কুল সহ সব বোর্ডিং স্কুলই ছুটির মেয়াদ বাড়িয়েছে। ৪জুলাই স্কুল খোলার কথা ছিল। কিন্তু, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অন্তত ৬ জুলাই পর্যন্ত সেই মেয়াদ বাড়ানো হয়েছে। ওই দিনই পাহাড়ে সর্বদল বৈঠক হওয়ার কথা। বৈঠকে কী হয় তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর তা জানিয়ে দেওয়া হবে অভিভাবকদের।

অন্যদিকে, অ্যাপোলো-দমকল সংঘাত। হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ দমকল।হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দমকল আসার আগে তারাই আগুন নিভিয়ে ফেলেন। যদিও দমকলের দাবি, তাঁদের কর্মীরাই আগুন নেভান।ধোঁয়া থেকে বাঁচাতে রোগীদের সরিয়ে নিয়ে যান। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মী। দমকল সূত্রে খবর, আগুন নেভানোর পরিকাঠামো থাকলেও সেগুলি কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কাটোয়ায় শিক্ষিকার মৃত্যু রহস্য তদন্তে কী মনে করছে পুলিস?

.