প্রশাসক বসিয়ে বনগাঁ পুরসভা হাতে রাখার চেষ্টায় জল ঢালল হাইকোর্ট, অনাস্থা আনতে নির্দেশ

বনগাঁ পুরসভায় ২১ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১২ জনই বিজেপিতে যোগদান করে।

Updated By: Jul 11, 2019, 03:54 PM IST
প্রশাসক বসিয়ে বনগাঁ পুরসভা হাতে রাখার চেষ্টায় জল ঢালল হাইকোর্ট, অনাস্থা আনতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদন : বনগাঁ পুরসভায় অনাস্থা প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশে হাইকোর্ট বলেছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। প্রক্রিয়া শেষ করতে হবে ৭ দিনের মধ্য়ে।

উল্লেখ্য, বনগাঁ পুরসভায় ২১ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১২ জনই বিজেপিতে যোগদান করে। এরপরই অনাস্থা প্রস্তাব এনে চেয়ারম্যানকে চিঠি দেন বনগাঁ পুরসভার ১২ জন কাউন্সিলর। কিন্তু সেই চিঠি চেয়ারম্যান গ্রহণ করেননি। এরপর ভাইস চেয়ারম্যানকে চিঠি দেন ওই কাউন্সিলররা।

আরও পড়ুন, 'অর্জুনদার বারণ শুনিনি', কাঁচড়াপাড়ার 'সার্কাস' নিয়ে বাবার মতো ভুলস্বীকার শুভ্রাংশুরও

আর তখনই পুরসভা ধরে রাখতে বনগাঁয় প্রশাসক বসানোর চেষ্টা করে তৃণমূল সরকার। বনগাঁ পুরসভায় প্রশাসক বসানোর চেষ্টা হতেই তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিআইএম ও বিজেপি। প্রশাসক বসানোর চেষ্টার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে। আজ সেই মামলায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

.