Jalpaiguri: কালীপুজোর আগে বাজারে আগুন! জলপাইগুড়িতে সস্তায় মিলছে না কিছুই!

Jalpaiguri: চাষের জমিতে চা পাতা ফলনের দিকে ঝুঁকছে অনেকেই। ফলে ইন্দিরা কলোনী, দিনবাজার-সহ জলপাইগুড়ি শহরের বিভিন্ন সবজি জোগান কম। দামও তেমনই চড়া।

Updated By: Oct 28, 2024, 09:19 PM IST
Jalpaiguri: কালীপুজোর আগে বাজারে আগুন! জলপাইগুড়িতে সস্তায় মিলছে না কিছুই!

প্রদ্যুত্‍ দাস: সামনেই কালীপুজো, তারপর ভাইফোঁটা। উত্‍সবের মরশুমে বাজারে আগুন। শাকসবজিই হোক কিংবা মাছ-জিম, বাদ নেই মাংসও। জলপাইগুড়ির বাজারে বিকোচ্ছে চড়া দামে। বিপাকে ক্রেতারা।

আরও পড়ুন: WB Weather Update: দেওয়ালিতেও ভোগাবে বৃষ্টি! বড় আপডেট হাওয়া অফিসের

বিলীন হওয়ার পথে ঘুর্ণিঝড় দানা। ধীরে ধীরে আবহাওয়া উন্নতি হচ্ছে দক্ষিণবঙ্গে। দক্ষিণে যখন তাপমাত্রা পারদ নামতে শুরু করেছে, উত্তরে তখন রীতিমতো শীতের আমেজ। কিন্তু শাকসবজি আর কমছে কই! চাষের জমিতে চা পাতা ফলনের দিকে ঝুঁকছে অনেকেই। ফলে ইন্দিরা কলোনী, দিনবাজার-সহ জলপাইগুড়ি শহরের বিভিন্ন সবজি জোগান কম। দামও তেমনই চড়া।

এদিকে দুর্গাপুজো শেষ। কিন্তু সামনেই কালীপুজো, ভাইফোঁটা। নিত্য়প্রয়োজনীয় দ্রব্যের চড়া দামে পকেটে টান আমজনতার। বাজার করতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। 

আরও পড়ুন:  Dakshin Dinajpur: ঘোর জঙ্গলের মধ্যে মন্দির, দিনের বেলাতেও লোকে ও দিক ঘেঁষে না! গা ছমছমে কালী...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.