দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, বুধ ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টি
বৃষ্টির কথা মাথায় রেখে কয়েকটি জেলায় সর্তকতা জারি করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণাবর্তের দৌলতে রাজ্য সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তারই জেরে মঙ্গলবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায় তুমুল বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের খবর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন-উত্তরের উত্তেজনার মধ্যেই পশ্চিম সীমান্তে LCA তেজস যুদ্ধবিমান মোতায়েন করল বায়ুসেনা
এতদিন উত্তরবঙ্গে ছিল ওই মৌসুমী অক্ষরেখা। এবার তা দক্ষিণবঙ্গে এসে হাজির হয়েছে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গে বর্ষা সত্ত্বেও বৃষ্টির ঘাটতি ছিল। অগাস্টের শেষ দিকে তা পূরণ হয়ে যেতে পারে।
আরও পড়ুন-ঐক্যবদ্ধ চেহারা নিয়েই রাস্তায় নামছে দল, বিজেপির পর্যালোচনা বৈঠক শেষে বললেন দিলীপ
বৃষ্টির কথা মাথায় রেখে কয়েকটি জেলায় সর্তকতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ বেশি থাকার ফলে মৎস্যজীবীদের কুড়ি তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই বৃষ্টির ফলে এই কদিন আর গরম বাড়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশেই থাকবে।