চিকিৎসায় 'বেনিয়ম', ডেথ সার্টিফিকেট নিয়ে প্রশ্ন; বালিতে বন্ধ লাইফকেয়ার নার্সিংহোম

রোগীর পরিবারের অভিযোগের ভিত্তি কড়া পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের।

Updated By: Jul 26, 2021, 08:50 PM IST
চিকিৎসায় 'বেনিয়ম', ডেথ সার্টিফিকেট নিয়ে প্রশ্ন; বালিতে বন্ধ লাইফকেয়ার নার্সিংহোম

নিজস্ব প্রতিবেদন: বেলঘরিয়ার মিডল্যান্ড নার্সিংহোমে কর্মরত চিকিৎসক ও নার্সের রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন উঠেছে। চিকিৎসায় মারাত্বক বেনিয়মের অভিযোগ উঠল  বালির লাইফকেয়ার নার্সিংহোমেও। হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। রিপোর্ট জমা না পড়া পর্যন্ত ওই নার্সিংহোমে আর কোনও রোগীকে ভর্তি করা যাবে না।

জানা গিয়েছে, আগস্ট মাসে বালির লাইফকেয়ার নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন চুয়াত্তর বছরের দেবী ঘোষ। এমএমবিএস ডিগ্রিধারী চিকিৎসক সত্রাজিৎ সামন্তের অধীনে ভর্তি ছিলেন তিনি। তাহলে? পরিবারের লোকেদের অভিযোগ,  সত্রাজিৎ সামন্তের অধীনে ভর্তি হলেও, রোগীর চিকিৎসা করতেন অভিজিৎ শর্মা ও ইকবাল নামে অন্য দুই চিকিৎসক! এমনকী, মৃত্যুর পর ওই বৃদ্ধার ডেথ সার্টিফিকেট লিখেছিলেন অভিজিৎ-ই। পরবর্তীকালে জানা যায়, অভিজিৎ শর্মা হোমিওপ্যাথিক চিকিৎসক, আর ইকবাল আয়ুর্বেদিক ডাক্তার! অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য কমিশনে। 

আরও পড়ুন: ডাক্তার-নার্সের ডিগ্রি নিয়ে চরম বিভ্রান্তি, Midland নার্সিংহোমে বন্ধ রোগী ভর্তি

স্বাস্থ্য কমিশনের কী মত? কমিশনের প্যানেল অফ ডক্টরস স্পষ্ট জানিয়েছে, রোগীর অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছে। সেকারণেই অ্যালোপ্যাথিক বা এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসকেরই ডেথ সার্টিফিকেট দেওয়া উচিত ছিল। কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি। কেন? গোটা বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে হাওড়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। শুধু তাই নয়, অভিযুক্ত দুই চিকিৎসক আবার ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের ফেক রেজিস্ট্রেশন নম্বরও ব্যবহার করতেন বলে অভিযোগ। 

এদিকে বেলঘরিয়া  মিডল্যান্ড নার্সিংহোমে আবার  মেডিক্য়াল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়াই চিকিৎসা করছিলেন এক চিকিৎসক। এমনকী,  ডিসট্য়ান্সে নার্সি পাস করেছেন কর্তব্যরত নার্সও। রোগীর অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করেছেন স্বাস্থ্য কমিশন। আপাতত ওই নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.