ছাত্রীদের শ্লীলতাহানি, শিক্ষিকাদের কুপ্রস্তাব! অতঃপর জেলে স্কুলের প্রধান শিক্ষক
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধানশিক্ষক। তাঁর দাবি, ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: শিক্ষিকাকে কুপ্রস্তাব, ছাত্রীদের শ্লীলতাহানি-এরকম বহু কেলেঙ্কারির অভিযোগ ছিল বসিরহাটের মধ্যমপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এবার অভিযোগের ভিত্তিতে "মধ্যমপুর গুলাইচন্ডি হাই স্কুলের" প্রধানশিক্ষক আসিক ইকবাল মণ্ডলকে গ্রেফতার করল পুলিস। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে প্রধানশিক্ষক আসিক ইকবাল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। স্কুলের ছাত্রীদের পড়ানোর বাহানা করে কাছে ডেকে গায়ে হাত দিতেন অভিযুক্ত। শিক্ষিকাদের কুপ্রস্তাবও দিতেন বলে অভিযোগ, শুধু তাই নয়, শিক্ষিকাদের কুরুচিকর এসএমএসও পাঠাতেন।
অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই। পরে এক শিক্ষিকা থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটির পর গেটের সামনে জড়ো হন অভিভাবকরা। শিক্ষিকারাও তাতে সামিল হন। এরপর পুলিস গিয়ে স্কুল থেকেই প্রধান শিক্ষককে গ্রেফতার করে।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধানশিক্ষক। তাঁর দাবি, ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।