ওয়েব ডেস্ক: এই মুহূর্তে হাবড়া হাসপাতালে বাড়তি চিকিত্সক পাঠানো সম্ভব নয়। উপস্থিত চিকিত্সকদের দিয়েই সামাল দিতে হবে পরিস্থিতি। স্পষ্ট করলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী। জানিয়েছেন, যুব বিশ্বকাপের জন্য চিকিত্সক দিতে হওয়ায় আপাতত চিকিত্সক নেই স্বাস্থ্য দফতরের হাতে।

গত কয়েক সপ্তাহ ধরেই হাবড়া চত্বরে ছড়িয়েছে অজানা জ্বর। হাসপাতালে উপচে পড়ছে রোগী। গত বৃহস্পতিবার চার ঘণ্টায় ৩ রোগীর মৃত্যু হয় হাসপাতালে। এর পরই প্রতিক্রিয়া জানায় স্বাস্থ্য ভবন। জানানো হয়, মঙ্গলবারের মধ্যে বাড়তি চিকিত্সক পাঠানো হবে হাবড়ায়। শনিবার হাবড়া হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিকর্তা। সেখানে তিনি জানান, এই মুহূর্তে বাড়তি চিকিত্সক দেওয়া সম্ভব নয়। জানান, যুব বিশ্বকাপের ম্যাচের জন্য রাজ্য সরকারের হাতে থাকা চিকিত্সকদের থেকে ৪০ জনকে পাঠানো হয়েছে। ফলে জেলায় পাঠানোর মতো চিকিত্সক নেই স্বাস্থ্য দফতরের হাতে।

 

 

English Title: 
Habra Hospital unknown feaver update
News Source: 
Home Title: 

বাড়তি চিকিত্সক দেওয়া যাবে না হাবড়া হাসপাতালে, জানিয়ে দিল স্বাস্থ্য ভবন

বাড়তি চিকিত্সক দেওয়া যাবে না হাবড়া হাসপাতালে, জানিয়ে দিল স্বাস্থ্য ভবন
Yes
Is Blog?: 
No
Section: