চাকরির দাবিতে নবান্ন অভিযান, পুলিসের বাঁধায় অবস্থান বিক্ষোভ গ্রুপ ডি প্রার্থীদের

এ দিন তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা করলেও পথেই তাঁদের আটকে দেয় পুলিস। অবশেষে হাওড়ার বঙ্কিম সেতুর নীচে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। উত্তেজনা ছড়ায় এলাকায়। 

Updated By: Sep 9, 2019, 04:56 PM IST
চাকরির দাবিতে নবান্ন অভিযান, পুলিসের বাঁধায় অবস্থান বিক্ষোভ গ্রুপ ডি প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদন: গ্রুপ ডি-র পদে নির্বাচিত হওয়ার পর বছর ঘুরলেও মেলেনি নিয়োগপত্র। নাম পড়ে রয়েছে ওয়েটিং লিস্টেই। প্রতিবাদে সোমবার নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ দেখাল রাজ্য সরকারের গ্রুপ ডি-এর ওয়েটিং লিস্টে থাকা চাকুরিপ্রার্থীরা। এ দিন তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা করলেও পথেই তাঁদের আটকে দেয় পুলিস। অবশেষে হাওড়ার বঙ্কিম সেতুর নীচে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। উত্তেজনা ছড়ায় এলাকায়

বিক্ষোভকারীদের অভিযোগ গত ২০১৮ সালের অগাস্টে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনও নিয়োগ পত্র পাননি তাঁরা। আরও প্রায় ২০০০ প্রার্থী অপেক্ষারত বলেই দাবি তাঁদের। বোর্ড অফিস থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি, সর্বত্র গিয়েও কোনও সুরাহা মেলেনি। অপেক্ষারত চাকরীপ্রার্থীদের অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়ে এদিন বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চালিয়েছেন তাঁরা। সুরাহা না মিললে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন বিক্ষোভকারীরা। 

আরও পড়ুন: গুলিবিদ্ধ দলীয় কর্মীর মৃত্যুতে উত্তাল নানুর, এসপি অফিস-থানা ঘিরে বিক্ষোভ বিজেপির!

 

Tags:
.