পৌষমেলায় একাধিক বিধি পরিবেশ আদালতের, এখন থেকেই জমজমাট শান্তিনিকেতন

৭ পৌষ, ইংরেজির ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের পৌষমেলা। সকাল ৭টায় বৈতালিক, সানাই, ব্রাহ্ম উপাসনা, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে  মেলা শুরু হবে।  তারপর ছ দিন আম্রকুঞ্জ, শান্তিনিকেতন গৃহ, মেলা প্রাঙ্গনে চলবে নানা অনুষ্ঠান।

Updated By: Dec 21, 2017, 08:10 PM IST
পৌষমেলায় একাধিক বিধি পরিবেশ আদালতের, এখন থেকেই জমজমাট শান্তিনিকেতন

নিজস্ব প্রতিবেদন: এবার পৌষমেলায় বাজি পুড়বে না। পরিবেশ আদালতে দূষণ সংক্রান্ত একাধিক বিধির দিকে নজর দিতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।  ২৩ ডিসেম্বর থেকে পৌষমেলা শুরু। আসতে শুরু করেছেন পর্যটকরা।

৭ পৌষ, ইংরেজির ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের পৌষমেলা। সকাল ৭টায় বৈতালিক, সানাই, ব্রাহ্ম উপাসনা, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে  মেলা শুরু হবে।  তারপর ছ দিন আম্রকুঞ্জ, শান্তিনিকেতন গৃহ, মেলা প্রাঙ্গনে চলবে নানা অনুষ্ঠান। এখন পৌষমেলার প্রস্তুতি শেষের মুখে। পৌষমেলার অনুষ্ঠানসূচি থেকে এবার বাদ পড়েছে বাজি পোড়ানো। দূষণ নিয়ন্ত্রণে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।  এছাড়া যানজট নিয়ন্ত্রন ও পর্যটকদের সুবিধার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন- সবং উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের, দাওয়ায় বসেই গড় সামলালেন মানস

শান্তিনিকেতন রোডে   সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত যান চলাচল নিষিদ্ধ। মেলায় বসানো হয়েছে ২০টি সিসিটিভি রয়েছে ১২টি ওয়াচ টাওয়ার, ৮টি ড্রপ গেট থাকছে পুলিস কন্ট্রোল রুম, পুলিস সহায়তা কেন্দ্র ইভটিজিং, কেপমারি রুখতে সাদা পোশাকের পুলিস মোতায়েন থাকছে এরই মধ্যে ভিড় জমতে শুরু করেছে। হোটেলে ঠাঁই নেই ।

আরও পড়ুন- আগ্নেয়াস্ত্র উদ্ধার রায়গঞ্জ থানার পুলিসের, গ্রেফতার ১

.