সুর নরম মোর্চার; পাহাড় সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বিমল গুরুংয়ের
ওয়েব ডেস্ক : গত দু'মাসের বেশি সময় ধরে পাহাড়ে চলছে অশান্তি। মোর্চার গোর্খাল্যান্ডের দাবিতে সেখানে চলছে বনধ্। কেন্দ্রে NDA-র শরিক হওয়ার সুবাদে শুরুতে রাজনৈতিক মহলের ধারণা ছিল বিজেপি হয়তো এই ইস্যুতে মোর্চাকেই সমর্থন করবে তারা। কিন্তু, বাস্তবে তা হয়নি। একদিকে রাজ্য সরকারের চাপ, অন্যদিকে পাহাড় সমস্যা সমাধানে তারা কিছুই করবে না বলে মোর্চাকে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এবার কিছুটা সুর নরমের পথে বিমল গুরুং অ্যান্ড কোম্পানি। মুখ রক্ষার কৌশলে গোর্খাল্যান্ডের দাবি। আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিমল গুরুং। GNLF-এর চিঠির ভিত্তিতে ২৯ অগাস্ট পাহাড় নিয়ে নবান্নে সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। ২৫ অগাস্ট GMCC-র বৈঠক।
আরও পড়়ুন- পাহাড় আন্দোলনে কি এবার রণকৌশল বদল গোর্খা জনমুক্তি মোর্চার
তার আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মোর্চা সুপ্রিমো। চিঠিতে তিনি লিখেছেন, পৃথক রাজ্য গোর্খাল্যান্ড ছাড়া পাহাড়ের সমস্যা সমাধানে অন্য রাস্তা নেই। দার্জিলিঙের সমস্যা মেটাতে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আলোচনা শুরু করুক রাজ্য সরকার। দার্জিলিং, কালিম্পং, তরাই, ডুয়ার্সে যাতে স্বাভাবিক অবস্থা ফিরে আসে সেজন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বিমল গুরুং।