ফি বৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভ জিডি বিড়লায়!

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। এরপর পুলিসের হস্তক্ষেপেই অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় স্কুল কর্তৃপক্ষ। বৈঠকের পর অবরোধ তুলে নেন তাঁরা। এখন পরিস্থিতি স্বাভাবিক।  

Reported By: বিক্রম দাস | Updated By: Jun 13, 2020, 04:52 PM IST
ফি বৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভ জিডি বিড়লায়!
ছবি- বিক্রম দাস

নিজস্ব প্রতিবেদন:  ফি বৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভ জি ডি বিড়লা স্কুলে। স্কুলের গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের।
অভিযোগ, লকডাউনের জেরে স্কুল বন্ধ থাকলেও, ফি বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাসের মাসিক ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শনিবার স্কুল গেটের সামনে জড়ো হন অভিভাবকরা। বন্ধ গেটের বাইরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। এরপর পুলিসের হস্তক্ষেপেই অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় স্কুল কর্তৃপক্ষ। বৈঠকের পর অবরোধ তুলে নেন তাঁরা। এখন পরিস্থিতি স্বাভাবিক।

আরও পড়ুন: সাবধান! দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ খুলল, তবে মন্দিরে ঢোকার আগেই করোনা সংক্রমণের আশঙ্কা
যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের তরফে সমস্ত স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই পরিস্থিতিতে ফি না বাড়ানো হয়। তারপরও একের পর এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলগুলিতে ফি বৃদ্ধির অভিযোগ প্রশ্ন তুলছে।

.