গ্যাসের পাইপ ফেটে ভাঙল হিমঘরের একাংশ, শ্বাসকষ্টে স্থানীয়রা

কেন নিয়মিত চেক করা হয় না। এই প্রশ্ন তুলে জলপাইগুড়ি কোল্ড স্টোরেজ এ আটকে রাখা হল দমকল কর্মীদের। হিমঘরের অসুস্থ নয় জন কর্মীদের উদ্ধার করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Updated By: Sep 17, 2018, 12:46 PM IST
গ্যাসের পাইপ ফেটে  ভাঙল হিমঘরের একাংশ, শ্বাসকষ্টে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদন:  ২০০৩-এর  পর  আজ। ফের একই কোল্ডস্টোরেজ এ গ্যাস লিক। অ্যামোনিয়া গ্যাসের পাইপ ব্লাস্ট করায় ভেঙে পড়ল জলপাইগুড়ির মোহিতনগরের হলদিবাড়ি মোড় এলাকার  একটি হিমঘরের একাংশ।  দেওয়াল ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি।

আরও পড়ুন: রাতে  কাকার গলা শুনে দরজা খোলে ভাইঝি, ঘরে  মধ্যে বাবা-মা তাদের যে অবস্থায় দেখলেন...

কেন নিয়মিত চেক করা হয় না। এই প্রশ্ন তুলে জলপাইগুড়ি কোল্ড স্টোরেজ এ আটকে রাখা হল দমকল কর্মীদের। হিমঘরের অসুস্থ নয় জন কর্মীদের উদ্ধার করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  

আরও পড়ুন: গাড়িতে সভায় যাচ্ছিলেন, কিছু বুঝে ওঠার আগেই  দিলীপ ঘোষের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা

এদিকে, রবিবার রাতেই  ম্যানেজার আতঙ্কে দোতলা থেকে লাফালে তাঁর হাত পা ভেঙে যায়। নিয়ে যাওয়া হয় শিলিগুড়িতে। এলাকাবাসীর দাবি, অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে লড়াই করার প্রয়োজনীয় উপকরণ ছাড়া কেন দমকলকর্মীরা আসেন?  এলাকাবাসীকে কেন গ্যাস লিক নিয়ে সচেতন করা হয়নি? রাতে গ্যাসের পাইপ ফেটে বিস্ফোরণ হয়। উড়ে যায় দেওয়াল। আশি হাজার প্যাকেট বা চারশো লরি আলু নষ্টের আশঙ্কা কর হচ্ছে। ক্ষতির পরিমাণ কোটির কাছাকাছি।

 

.