Katwa: কেন্দ্রের গাফিলতিতে ৮ মাস ধরে পড়ে ফাইল, গঙ্গা দূষণে অতিষ্ঠ কাটোয়া পুরবাসী!

 পুরপ্রধান সমীর সাহার অভিযোগ গঙ্গা মিশন প্রকল্পের নামে আরতি হবে, অন্য নানান অনুষ্ঠান হবে কিন্তু আসল কাজ কিছু হবে না। গঙ্গার দূষণ রোধ করতে পুরসভার পাঠানো প্রকল্প অনুমোদন পাচ্ছে না। 

Updated By: Mar 1, 2024, 01:52 PM IST
Katwa: কেন্দ্রের গাফিলতিতে ৮ মাস ধরে পড়ে ফাইল, গঙ্গা দূষণে অতিষ্ঠ কাটোয়া পুরবাসী!

সন্দীপ ঘোষ চৌধুরী: পুরশহরের নর্দমার নোংরা জলে গঙ্গা নদী দুষিত হচ্ছে। নদীর জল ব্যবহার করতে শহরের মানুষ ভয় পাচ্ছে বলে মারাত্মক অভিযোগ তুলেছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। পুণ্যতোয়া নদীতে স্নান করলে এখন পাপ স্খলনের চেয়ে শরীরে চর্মরোগ বেশি হচ্ছে। নর্দমার জল যেখানে নদীতে মিশছে সেখানে নদীর জলের রং কালো দেখা যাচ্ছে। পুর শহরের বাসিন্দাদের নদী দূষণ নিয়ে তোলা অভিযোগ স্বীকার করে পুরপ্রধানের দাবি নদীর দুষণ রোধে পুরসভা সব সময় সচেষ্ট। শহরের নর্দমার নোংরা জল সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশুদ্ধ করে নদীতে ফেলার জন্য প্র‍য়োনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে। গঙ্গা মিশন কর্মসূচির আওতায় নদীর দুষণরোধের জন্য ১৫৫ কোটি টাকার প্রকল্প জমা করেও আট মাস ধরে কেন্দ্রীয় সরকারের অনুমোদন অপেক্ষায় ফাইল পড়ে আছে। কেন্দ্রীয় সরকারের গাফিলতিতে দুষণ রোধের কোন কাজ করা যাচ্ছে না।

গঙ্গা এখানে ভাগীরথী নামে পরিচিত। সেই পবিত্র গঙ্গার জল দুষণের জেরে কাটোয়ায় অপবিত্র হয়ে পড়েছে। প্রায় ৮ বর্গ কিমি আয়তনের কাটোয়া পুরশহরের প্রায় সাড়ে ৩ কিমি এলাকার পাশ দিয়ে ভাগীরথী নদী প্রবাহিত হয়। শহরের দুটো ওয়ার্ড ছাড়া বাকি ১৮টি ওয়ার্ডের বড় নর্দমার নোংরা জল ৯টি জায়গায় ভাগীরথীতে পড়ছে। বামফ্রন্ট সরকার ২০০৮-০৯ আর্থিক বছরে সালে ৯ একর জমির উপর ৬৭ লক্ষ টাকা ব্যয়ে কাটোয়ার মণ্ডলপাড়াও খালপাড়া এলাকায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছিল। কেন্দ্রীয় সরকারের গঙ্গা দূষণ প্রকল্পের আওতায় এই প্রকল্পের কাজের জন্য তৎকালীন রাজ্য সরকার প্রায় এক কোটি টাকা দিয়ে জমি কিনে দিয়েছিল। ২০১৫-১৬ আর্থিক বছরে অর্ধসমাপ্ত সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কাটোয়া পুরসভাকে এজেন্সি হস্তান্তর করার চেষ্টা করেছিল। ভাগীরথী দূষণ রুখতে কাটোয়া পুরসভার তরফ থেকে বার বার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে চিঠি দিলে গত ২০২১-২২ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য প্রকল্প পাঠাতে বলে।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো কাটোয়া পুরসভা ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে কেএমডিএ-র মাধ্যমে ১৫৫কোটি টাকার একটি প্রকল্প পাঠায়। পুরপ্রধান সমীর সাহার অভিযোগ গঙ্গা মিশন প্রকল্পের নামে আরতি হবে, অন্য নানান অনুষ্ঠান হবে কিন্তু আসল কাজ কিছু হবে না। গঙ্গার দূষণ রোধ করতে পুরসভার পাঠানো প্রকল্প অনুমোদন পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের গাফিলতিতে কাজ শুর‍ু করা যাচ্ছে না। এদিকে কাটোয়া শহরে ভাগীরথী নদীর তীরবর্তী ১৫,১৬, ১, ০৮,০৯, ১০, ১১,১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নর্দমার বর্জ্য জলের দুর্গন্ধে টিকতে পারে না। ভাগীরথী নদীতে শহরের নোংরা জল পড়ে নদীর দূষণ মাত্রা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে বলে বাসিন্দাদের দাবি। বাসিন্দাদের দাবি পুরসভা নদী দূষণের বিহিত করুক।

আরও পড়ুন, Seikh Shahjahan | Kolkata High Court: 'আমার কোনও সমবেদনা নেই, আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে', শাহজাহানের আবেদন-ই শুনল না হাইকোর্ট!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.